ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

১০ বছর নিষিদ্ধ ইরফান আনসারি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ২০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ বছর নিষিদ্ধ ইরফান আনসারি

ক্রীড়া ডেস্ক : দুর্নীতিতে প্ররোচনার দায়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ক্রিকেট কোচ ইরফান আনসারিকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি।

২০১৭ সালের অক্টোবরে আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীন সময়ে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন আনসারি। প্রস্তাব পেয়ে সরফরাজ সরাসরি নাকচ করে দেন।

তখন তিনি বিষয়টি পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন। তারা সেটি আবার আইসিসির দুর্নীতি দমন বিভাগকে (আকসু) জানায়। পরে আনসারিকে অভিযুক্ত করে আইসিসি।

বুধবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আনসারির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি ধারা ভঙ্গ করেছেন।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর জন্য সরফরাজকে ধন্যবাদ জানিয়েছেন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল।



রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়