ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিমানবন্দরের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী কানাডা

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দরের উন্নয়ন, বিমান নিরাপত্তা ও বিমান পরিবহন খাতের সনদ প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী কানাডা।

রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে কানাডিয়ান হাইকমিশনার বেনোইত প্রিফনটেইনের নেতৃত্বে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ কালে এ কথা জানানো হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ ও কানাডার মধ্যে একটি চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মুহিবুল হক, কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট চার্লস পল মারকট, আঞ্চলিক পরিচালক (এশিয়া) ইয়োভনি চিন সহ দুই পক্ষের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জানুয়ারি ২০১৯/আসাদ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়