ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দুই পেনাল্টি গোলে স্বস্তির জয় রিয়ালের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই পেনাল্টি গোলে স্বস্তির জয় রিয়ালের

ক্রীড়া ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে আগের ম্যাচে দুর্বল জিরোনার বিপক্ষে হেরেছিল রিয়াল মাদ্রিদ। জয়ে চোখ রেখে গতকাল লেভান্তের মাঠে খেলতে যায় দলটি। প্রতিপক্ষের মাঠে ভিএআরে পাওয়া দুটি পেনাল্টিতে জয় নিয়ে ফিরতে সক্ষম হয় লস ব্লাঙ্কোসরা।

এস্তাদিও ডি ভ্যালেন্সিয়ায় গতকাল রিয়ালকে স্বাগত জানায় লেভান্তে। ওই ম্যাচে স্বাগতিকদের দুটি গোলের প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে করিম বেনজেমা ও গ্যারেথ বেলের দুই পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে কষ্টের জয় পায় লস ব্লাঙ্কোসরা।

সম্প্রতি জয়ে ফেরার পাশাপাশি প্রতিপক্ষের বিপক্ষে তাদের এ ম্যাচটি ছিল এক ধরনের প্রতিশোধের। গত অক্টোবরে প্রথম পর্বে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতেই ২-১ ব্যবধানে হারিয়েছিল লেভান্তে। এবার ঘরের মাঠেও এমন কিছুর আয়োজন করে বসেছিল দলটি। তবে ভাগ্য পক্ষে থাকায় ভিএআরে পাওয়া দুটি পেনাল্টিতে প্রতিশোধ নিতে সক্ষম হয় মাদ্রিদের সেরা ক্লাবটি।

২৩ মিনিটে গোল হজম করতে বসেছিল রিয়াল। তবে স্প্যানিশ ফরোয়ার্ড রোজে মার্তির শট পোস্টে বাধা পায়। ম্যাচে ২৯ মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার রবের্তো পিয়েরের ছয় গজ দূর থেকে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে আবারও বেঁচে যায় রিয়াল।

ঘরের মাঠে শুরুতে আক্রমণে এগিয়ে থাকলেও প্রথম গোলের দেখা পায় রিয়াল। ম্যাচের ৪৩তম মিনিটে বেনজেমার সফল স্পট কিকে এগিয়ে যায় সফরকারীরা। লুকা মডরিচের শট ডিফেন্ডার আন্তোনিও লুনার হাতে লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এর ঠিক পরের মিনিটে আবারও ভাগ্যের কাছে হেরে যায় লেভান্তে। মার্তির নিচু শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে বাধা পেলে আফসোস বাড়তে থাকে।
 


ম্যাচের ৬০তম মিনিটে গোলের দেখা পায় লেভান্তে। বাঁ দিক থেকে মোরালেসের বাড়ানো ক্রসে ছোট ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক টোকায় দূরের পোস্ট দিয়ে বল ঠিকানায় পাঠান মার্তি। ৭৪তম মিনিটে বেনজেমাকে তুলে বেলকে নামান কোচ।

মাঠে নামার চার মিনিট পরেই স্পট কিকে দলকে এগিয়ে দিয়ে আস্থার প্রতিদান দেন ওয়েলস ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তাতেই ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল।

স্বাগতিক ফরোয়ার্ড রাফায়েলকে ফাউল করে ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নাচো ফের্নান্দেস। তবে দশজনের দল নিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি তাদের।

লিগে এ জয়ে ২৫ ম্যাচে ১৫ জয় ও তিন ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। আর ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়