ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৪-০ করে ফেলল দক্ষিণ আফ্রিকা

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৭, ১৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৪-০ করে ফেলল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক : টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডে সিরিজে জিতেই চলেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ ওয়ানডেতেও স্রেফ উড়ে গেছে শ্রীলঙ্কা।

পোর্ট এলিজাবেথে বুধবার ৬ উইকেটে জিতেছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ৩৯ ওভার দুই বলে শ্রীলঙ্কা গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। দক্ষিণ আফ্রিকা সেটি পেরিয়ে যায় ১০৩ বল বাকি থাকতেই।

এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ১৬ মার্চ কেপ টাউনে শেষ ম্যাচটা শ্রীলঙ্কার জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।

টস হেরে ব্যাট করতে নেমে ১৩ রানে উপুল থারাঙ্গার বিদায়ের পর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় শ্রীলঙ্কা। একটা পর্যায়ে ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে তারা। সেখান থেকে দলের স্কোর ১৮৯-এ নিয়ে যাওয়ার পুরো কৃতিত্ব ইসুরু উদানার।

 

 

 

নয় নম্বরে নেমে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৫৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করেন উদানা। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার ওশাদা ফার্নান্দোর ব্যাট থেকে।

৫৭ রানে ৩ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার আনরিচ নরজি। ২১ রানে ২ উইকেট নেন আন্দিলে ফিকোয়াও। লুঙ্গি এনগিডি, ডেল স্টেইন, তাবরাইজ শামসি ও জেপি ডুমিনি নেন একটি করে উইকেট।

লক্ষ্য তাড়ায় ২১ রানে রিজা হেনড্রিকসের উইকেট হারালেও কুইন্টন ডি ককের টানা চতুর্থ পঞ্চাশোর্ধ ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। ৫৭ বলে ৬ চারে ৫১ রান করেন ডি কক। এইডেন মার্করাম ২৯, ডু প্লেসি ৪৩, ডেভিড মিলার ২৫* ও ডুমিনি করেন ৩১* রান।

দল হারলেও নিজের লড়াকু ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন উদানা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৯/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়