ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৭, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল

ক্রীড়া ডেস্ক : ক্রাইস্টচার্চে একটি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনার পর নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করা হয়েছে।

শুক্রবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, দুই দেশের ক্রিকেট বোর্ডের যৌথ সিদ্ধান্তে টেস্ট বাতিল করা হয়েছে। শনিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে হওয়ার কথা ছিল ম্যাচটি।

ক্রাইস্টচার্চে আল নূর নামের মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলার ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

এদিন হ্যাগলি ওভালে অনুশীলন করছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন শেষে পাশের ওই মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম-মিরাজরা। বাস থেকে নামার পরই তারা জানতে পারেন, সেখানে সন্ত্রাসী হামলা হয়েছে। তখন তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দৌড়ে হ্যাগলি ওভালে ফিরে যান। ড্রেসিংরুমে ঘণ্টা দুয়েক অবরুদ্ধ থাকার পর সবাই নিরাপদে হোটেলে ফিরেছেন।

স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়, তারা ধারণা করছেন এই ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/পরাগ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়