ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নাপোলিকে পেল আর্সেনাল, চেলসি স্লাভিয়াকে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ১৫ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাপোলিকে পেল আর্সেনাল, চেলসি স্লাভিয়াকে

ক্রীড়া ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ড্রতে কঠিন প্রতিপক্ষ পেয়েছে আর্সেনাল। চেলসির প্রতিপক্ষ অপেক্ষাকৃত কম শক্তিশালী।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব নাপোলিকে। চেলসি পেয়েছে চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়া প্রাগুয়িকে।

যদিও কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ আর্সেনালের মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু চেলসির সঙ্গে একদিনে তাদের খেলা পড়তে পারবে না। তাই প্রথম লেগ আর্সেনাল খেলবে ঘরের মাঠে। ফিরতি লেগ খেলবে নাপোলির মাঠে। অন্যদিকে সেভিয়াকে হারিয়ে শেষ আটে আসা চেক রিপাবলিকের ক্লাব স্লাভিয়ার বিপক্ষে প্রথম লেগ খেলবে চেলসি। আর ফিরতি লেগ খেলবে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে।

এদিকে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল পেয়েছে নিজ দেশের ভ্যালেন্সিয়াকে। আর বেনফিকা পেয়েছে এইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে।

অবশ্য ইউরোপা লিগে অল প্রিমিয়ার লিগ ফাইনাল হতে পারে। আর্সেনাল যদি নাপোলিকে হারাতে পারে তাহলে সেমিফাইনালে পাবে বেনফিকা অথবা ফ্রাঙ্কফুর্টকে। তাদের হারাতে পারলে উঠে যাবে ফাইনালে। অন্যদিকে চেলসি চেকের ক্লাব স্লাভিয়াকে হারাতে পারলে সেমিতে পাবে ভিয়ারিয়াল কিংবা ভ্যালেন্সিয়াকে। সেমিফাইনালেও জয় পেলে চলে যাবে ফাইনালে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ হবে ১১ এপ্রিল। ফিরতি লেগ হবে ১৮ এপ্রিল। সেমিফাইনাল হবে ২ ও ৯ মে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়