ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ার্নারের রেকর্ড ভাঙলেন গেইল

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্নারের রেকর্ড ভাঙলেন গেইল

এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ঝড় তুলেছিলেন ক্রিস গেইল

ক্রীড়া ডেস্ক : জস বাটলারকে রবিচন্দ্রন অশ্বিনের ‘মানকড়’ আউট করার ঘটনায় ঢাকা পড়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাব-রাজস্থান রয়্যালস ম্যাচের বাকি সবকিছুই! ৪৭ বলে ৭৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে পাঞ্জাবের জয়ের নায়ক ক্রিস গেইলকে নিয়েও তাই তেমন আলোচনা নেই।

তবে জয়পুরে ৮ চার ও ৪ ছক্কায় এই ইনিংসটি খেলার পথেই দারুণ এক কীর্তি গড়েছেন গেইল। মাত্র দ্বিতীয় বিদেশি ও সব মিলিয়ে নবম ক্রিকেটার হিসেবে আইপিএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন ক্যারিবীয় তারকা। ২০১৭ আইপিএলে প্রথম বিদেশি হিসেবে এই মাইলফলক ছুঁয়েছিলেন ডেভিড ওয়ার্নার।
 


সোমবার সেই ওয়ার্নারের একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন গেইল। আইপিএলে দ্রুততম ৪ হাজার রানের রেকর্ড যে এখন গেইলের। মাইলফলক ছুঁতে গেইলের লেগেছে ১১২ ইনিংস। ওয়ার্নার রেকর্ডটা গড়েছিলেন ১১৪ ইনিংসে। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ১২৮ ইনিংস লেগেছিল বিরাট কোহলির।  

আইপিএলে দ্রুততম ২ হাজার (৪৯ ইনিংস) এবং ৩ হাজার (৭৬ ইনিংস) রানের রেকর্ডও ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের। টুর্নামেন্টে ১১২ ইনিংসে বাঁহাতি ব্যাটসম্যানের রান এখন ৪ হাজার ৭৩।

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়