ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন-২০১৯

তৃতীয় রাউন্ড শেষেও শীর্ষে বাদল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তৃতীয় রাউন্ড শেষেও শীর্ষে বাদল

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পেশাদার গলফার অ্যাসোসিয়েশনের (বিপিজিএ) ব্যবস্থাপনায় চলমান ‘প্রথম মার্সেল-বিপিজিএ ওপেন-২০১৯’ এর তৃতীয় রাউন্ডের খেলা আজ মঙ্গলবার শেষ হয়েছে।

তৃতীয় রাউন্ড শেষেও যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন সাভারের গলফার বাদল হোসেন। প্রথম ও দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ডেও দারুণ খেলেছেন বাদল। তৃতীয় রাউন্ডে তিনি পারের চেয়ে ৫ শট কম খেলেছেন। ৭২ শটের মধ্যে ৬৭ শটে খেলা শেষ করেছেন। তিন রাউন্ডে পারের চেয়ে ২১ শট কম খেলেছেন তিনি।

তিন রাউন্ডে ১৩ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন মো. নাজিম। তিনি ধীরে ধীরে ভালো করছেন। প্রথম রাউন্ডে ৭২, পরের রাউন্ডে ৬৬ ও আজ তৃতীয় রাউন্ডে ৬৫ শটে খেলা শেষ করেছেন। দুই রান্ড শেষে দ্বিতীয় স্থানে থাকা দুলাল হোসেন নেমে গেছেন তৃতীয় স্থানে। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে তৃতীয় স্থানে আছেন তিনি। তৃতীয় রাউন্ডে তিনি ৭০ শটে খেলা শেষ করেছেন।

তিন রাউন্ডে ৫ শট করে কম খেলেছেন মো. সজীব আলী ও মো. জাকিরুজ্জামান জাকির। ৪ শট কম খেলে ষষ্ঠ স্থানে আছেন সাভারের মো. রবিন। তিন রাউন্ড শেষে পারের চেয়ে ২ শট করে কম খেলে সপ্তম থেকে দশম স্থানে আছেন মিলন আহমেদ, লিটন হাওলাদার, মো. ইসমাইল ও মো. সোলায়মান।

চারদিন ব্যাপী এই প্রতিযোগিতা আগামীকাল সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এসএম নুরুল আলম রেজভী।

এবারের এই প্রতিযোগিতায় ৭২ জন পেশাদার গলফার, ২৪ জন অ্যামেচার গলফার ও প্রথমবারের মতো সেনাবাহিনীর ৬ জন নারী গলফার অংশ নিয়েছেন। মূলত এপ্রিলে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু কাপ গলফ বাংলাদেশ ওপেনকে সামনে রেখেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। যাতে বাংলাদেশের গলফাররা ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারেন।

টুর্নামেন্টের প্রাইজমানি ১৩ লাখ টাকা। প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন ১ লাখ ৪৫ হাজার টাকা। যিনি প্রতিযোগিতায় সর্বশেষ স্থান অর্জন করবেন তিনিও পাবেন ১৪ হাজার টাকা। এ ছাড়া ট্রফি তো থাকছেই।

এই প্রতিযোগিতার রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টার রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়