ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাধীনতা দিবস নৌকাবাইচ অনুষ্ঠিত

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাধীনতা দিবস নৌকাবাইচ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক : হাতিরঝিল লেকে স্থায়ীভাবে অনুশীলন ও টুর্নামেন্ট করার জায়গা পাচ্ছে বাংলাদেশ রোয়িং ফেডারেশনের।আজ হাতিরঝিল লেকে অনুষ্ঠিত ৪৯তম স্বাধীনতা দিবস নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়ে ফেডারেশনের দাবীর পরিপ্রেক্ষিতে প্রধান অতিথিগৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এই আশ্বাস দেন।

তিনি বলেন,‘আপনারা আবেদন করেন আমি হাতিরঝিলে রোয়িং ফেডারেশনের জন্য স্থায়ীভাবে জায়গার ব্যবস্থা করে দিব। যাতে করে সারা বছর রোয়িং অনুশীলন করতে পারেন।’

অবশ্য বাংলাদেশ রোয়িং ফেডারেশন অনেক দিন ধরেই হাতিরঝিলের লেক পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। অবশেষে ফেডারেশন তাদের সেই কাঙ্খিত জায়গা পেতেযাচ্ছে।

এবারের নৌকাবাইচে পুরুষ বিভাগে ১১টি এবং মহিলা বিভাগে ৫টি দল অংশ নেয়। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয় আলীনগর রোয়িং ক্লাব, রানার্স-আপ হয় নিউ গাজী রোয়িং ক্লাব এবংতৃতীয় হয়েছে সিলেট নৌকা সমিতি। আর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে টঙ্গী রোয়িং ক্লাব, রানার্স-আপ চুনকুটিয়া রোয়িং ক্লাব এবং তৃতীয় হয়েছে আলীনগর রোয়িং ক্লাব।



রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়