ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

পন্তকে না দেখে বিস্মিত গাভাস্কার

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ১৫ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পন্তকে না দেখে বিস্মিত গাভাস্কার

ঋষভ পন্ত

ক্রীড়া ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির ব্যাকআপ উইকেটকিপার হিসেবে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে দিনেশ কার্তিক নাকি ঋষভ পন্ত থাকছেন, এ নিয়ে আলোচনা হয়েছে ব্যাপক। তীব্র লড়াইয়ে শেষ পর্যন্ত অভিজ্ঞ কার্তিকের কাছে হেরে গেছেন তরুণ পন্ত। । স্কোয়াডে পন্তের নামটা না দেখে কিছুটা অবাকই হয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।   

সোমবার ‘ইন্ডিয়া টুডে’কে গাভাস্কার বলেছেন, ‘আমি কিছুটা অবাক হয়েছি, ওর (পন্ত) ফর্মটা দেখুন। ও অসাধারণ ব্যাটিং করেছে, সেটা শুধু আইপিএলে নয়, তার আগেও। ও উইকেটকিপিংয়েও দারুণ উন্নতি করেছে। সেরা ছয়ে বাঁহাতি হিসেবে ও খুব ভালো বিকল্প হতে পারত, যা বোলারদের বিপক্ষে খুব দরকার। বোলারকে তার লাইন পরিবর্তন করতে হয় (বাঁহাতির জন্য) এবং অধিনায়ককে ফিল্ডিং সাজাতেও অনেক কিছু করতে হয়।’

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে এখন পর্যন্ত ২৪৫ রান করেছেন পন্ত। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক কার্তিকের রান ১১১। ভারতের সবশেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষেও কার্তিক ছিলেন না। সেই সিরিজে পন্ত খেলেছেন দুই ম্যাচ। গত বছর টেস্ট অভিষেকের পর থেকে চমক দেখালেও পন্ত ওয়ানডেই খেলেছেন অবশ্য সাকুল্যে পাঁচটি।

সোমবার বিশ্বকাপ দল ঘোষণার পর প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেছেন, ধোনি কোনো কারণে খেলতে না পারলেই কেবল কার্তিক খেলবেন। উইকেটকিপিং দক্ষতার দিক থেকে গাভাস্কার এগিয়ে রাখছেন কার্তিককেই, ‘সকালে (ম্যাচের দিন) হয়তো শুনলেন ধোনি জ্বরে ভুগছে, সে খেলবে না। তখন ভালো উইকেটকিপার, এমন একজনকেই আপনি চাইবেন। আমার মনে হয়, উইকেটকিপিং দক্ষতায় কার্তিক বেশি কিছু। এ কারণেই সে জায়গাটা পেয়েছে।’

অবশ্য কার্তিককে বিশ্বকাপ স্কোয়াডে দেখে অবাক হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। তার মতে, কার্তিককে বেছে নিয়ে নির্বাচকরা অধারাবাহিকতা দেখিয়েছেন, ‘দল নির্বাচনে সবাইকে খুশি রাখা অসম্ভব একটা ব্যাপার। তবে কার্তিকের অন্তর্ভুক্তি আমাকে অবাক করেছে। তার ক্ষেত্রে ধারাবাহিকতা না দেখানোয় নির্বাচকরা দোষী, জানুয়ারিতে বাদ দেওয়ার পর সরাসরি বিশ্বকাপ স্কোয়াডে!’



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়