ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জন্ম-ই তার ক্রিকেটার হওয়ার জন্য

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ১৬ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জন্ম-ই তার ক্রিকেটার হওয়ার জন্য

ওদের হাতে বিশ্বকাপ মশাল। ওদের কাছে ১৬ কোটির প্রত্যাশা। ওরাই স্বপ্নের ধারক। ওরা বাংলার টাইগার।  ওরা বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নসারথি। ওদেরই একজন মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের ১৫ খেলোয়াড়কে নিয়ে আজ থেকে প্রতিদিন লিখা প্রকাশ করবে রাইজিংবিডি’র ক্রীড়া বিভাগ। আজ পড়ুন মিরাজের গল্প,

বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে কদিন পরেই ইংল্যান্ডে শুরু হচ্ছে দশ দলের বিশ্বকাপ। এবারের আসরে বাংলাদেশকে বলা হচ্ছে সবচেয়ে অভিজ্ঞ দলগুলোর একটি। তবে ১৫ সদস্যের দলের সাত ক্রিকেটারের এবারই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। এদের মধ্যে একজন মেহেদী হাসান মিরাজ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দারুণ জুটি মিলিয়ে স্পিনে বাংলাদেশ দলের অন্যতম নির্ভরতা তিনি।  বিশ্বকাপে তরুণ এ তুর্কির ওপর বিশেষ নজর থাকবে টাইগার ভক্তদের।

আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের আগমনটা ধূমকেতুর মতোই। ‘এলেন, দেখলেন, জয় করলেন’, ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে তার অভিষেক সিরিজটা ছিল অনেকটা এরকমই। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রাজকীয় অভিষেক হয় তার।  দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ভেঙেছিলেন

২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ডানহাতি অফস্পিনারের। অভিজ্ঞতার ঝুলিটা খুব বড় না হলেও ২৭ ওয়ানডেতে ২৮ উইকেট নিয়ে আগামী সম্ভাবনার কথা জানান দিচ্ছেন তিনি। সময়ের পরিক্রমায় বাংলাদেশ দলের এক নম্বর অফস্পিনার বনে যাওয়া মিরাজের জন্য এবারই প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা। বিশ্বসেরা এ আসর নিয়ে কিছুটা রোমাঞ্চিত থাকলেও বিশ্বকাপের জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডে মিরাজ ও সাকিব স্পিন জুটি বেশ নজর কেড়েছে।  ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৮ রানে ১ উইকেট নিয়েছিলেন মিরাজ। খালি চোখে খুব আহামরি বোলিং হয়তো নয়! কিন্তু ম্যাচের গতিবিধিতে যাদের নজর ছিল, তাদের ভালোই জানা কোন পরিস্থিতি থেকে সাকিব আল হাসানের সঙ্গে মিলে ম্যাচের মোড়ই ঘুরিয়ে দিয়েছিলেন মিরাজ।

পরের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের ম্যাচেও সফল ছিলেন মিরাজ। ৪১ রান দিয়ে ১ উইকেট নেন। ওয়ানডাউনে নামা ডোয়াইন ব্রাভোকে ফিরিয়ে উইন্ডিজকে চেপে ধরতে সহায়তা করেন। তাই বিশ্বকাপে মিরাজ দলের মূল খেলোয়াড়দের একজন হয়ে উঠবেন; এমটাই আশা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার।



অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা দারুণ মেধাবী এই ক্রিকেটার মূলত মিডল অর্ডারে ব্যাটিং করেন। কিন্তু, জাতীয় দলে ব্যাটিং কম্বিনেশনে তাকে ব্যাট করতে হয় লোয়ার অর্ডারে। তবে, এশিয়া কাপে যখন টপ অর্ডাররা টানা ব্যর্থ হয়েছিলো। তখন টিম ম্যানেজমেন্ট মিরাজকে ওপেনিংয়ে বাজিয়ে দেখেছিল। সেখানেও সাহসিকতা দেখিয়েছেন মিরাজ। তবে, বাস্তবতা হলো। বিশ্বকাপের মঞ্চে ব্যাটিংয়ের থেকে বোলিংয়ে মিরাজকে রাখতে হবে অবদান। বিশেষ করে পাওয়ার প্লে'তে।

২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালের মঞ্চে। উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে পরাজিত হয়। তৃতীয় প্লে-অফে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে পরাজিত করে তৃতীয় স্থান অধিকার করে মিরাজের দল। অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে প্রদর্শনের সুবাদে মিরাজ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছিলেন। এবার জাতীয় দলের হয়ে মিরাজের স্বপ্নের পরিধি বহুগুণ। আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে সেমিফাইনালে খেলার স্বপ্নের কথা জানিয়েছেন তিনি।

পড়ুন মিরাজের সাক্ষাৎকার : ‘

ব্যাটিং ও বোলিংয়ে দারুণ সক্ষমতা থাকায় ভবিষ্যতের সাকিব আল হাসান বলা হয় তাকে।  দলের সেরা অলরাউন্ডার হওয়ার জেদ তার ভেতরেও রয়েছে।  বয়সভিত্তিক দলে নিজের কারিশমা দেখিয়েছেন।  এবার বড়দের মঞ্চে নিজেকে মেলে ধরার পালা।

খালি পায়ে ক্রিকেট শুরু করা ছেলেটাই আজ বিশ্বকাপ দলে।  ধার করা ব্যাট-গ্লাভসে ক্রিকেটে হাতেখড়ি।  এরপর ধাপে ধাপে এগিয়ে যাওয়া।  ক্রিকেটের প্রতি নিবেদনে কোনো কমতি নেই।  কারণ জন্ম-ই তার ক্রিকেটার হওয়ার জন্য।



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৯/শামীম/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়