ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হার দিয়ে মৌসুম শেষ রিয়ালের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হার দিয়ে মৌসুম শেষ রিয়ালের

ক্রীড়া ডেস্ক : এ যেন পুরো মৌসুমের প্রতিচ্ছবি! মৌসুমজুড়েই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছে রিয়াল মাদ্রিদ। লস ‘ব্ল্যাঙ্কোস’দের ট্রফিহীন মৌসুমের শেষটাও হয়েছে হতাশার। লা লিগার শেষ রাউন্ডে ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে ২-০ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার ম্যাচের প্রথমার্ধ কেটেছিল গোলশূন্য স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধে ৬১ ও ৭৫ মিনিটে লরেন্তো মোরন ও হেসের দুটি গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

লিগের শেষ দুই ম্যাচেই হার সঙ্গী করল রিয়াল। আগের ম্যাচে তারা রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরেছিল ৩-১ গোলে। শেষ পাঁচ ম্যাচে রিয়ালের জয় মাত্র একটি!

এদিনের ম্যাচকে রিয়ালের হয়ে গ্যারেথ বেলের শেষ ম্যাচ মনে করা হচ্ছিল। সম্ভাব্য বিদায়বেলায় ওয়েলস ফরোয়ার্ডকে মাঠে নামার সুযোগই দেননি রিয়াল কোচ জিদান।

শুরুর একাদশে করিম বেনজেমার সঙ্গে নেমেছিলেন আক্রমণভাগের তরুণ দুই খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র ও ব্রাহিম দিয়াজ। গোলবারের নিচে ছিলেন কেইলর নাভাস। কোস্টারিকান গোলরক্ষক বেশ কয়েকটি সেভ করেছেন বলে রিয়ালের হারের ব্যবধান বেশি বড় হয়নি।

বদলি হিসেবেও বেলের মাঠে নামার সুযোগ হয়নি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন ইসকো, মার্কো অ্যাসেনসিও আর লুকাস ভাসকেজ।

শেষ বাঁশি বাজার পর তাই ‘গুডবাই’ও বলেননি বেল। শুধু বেতিসের একজন কোচিং স্টাফের সঙ্গে কথা বলেই ঢুকে পড়েন টানেলে।



রাইজিংবিডি/ঢাকা/১৯ মে ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়