ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ১০ জন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২৪ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ১০ জন

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে ‘ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯।’ ৮ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৯ মে পর্যন্ত।

আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তিন রাউন্ড শেষে ১০ জন খেলোয়াড় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার  সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ক্যান্ডিডেট মাস্টার  মো. শরীফ হোসেন, মো. জামাল উদ্দিন, শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৈৗধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম।

বিকেলে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ অভিক সরকারকে, ফিদে মাস্টার পরাগ জাবেদ আল আজাদকে, ফিদে মাস্টার মাহফুজ এস এ জাকেরকে, ফিদে মাস্টার জাভেদ মিহির লাল দাসকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মতিউর রহমান মামুনকে, জামাল দ্বীন মোহাম্মদকে, রাশেদ আবজিদ রহমানকে, সোহেল জিসান রহমান মালেককে, মোহাম্মদ আমিনুল শাহনাজ মোহাম্মদ ফারুককে, মো. আমিনুল ভারতের সামবর্তা ব্যানার্জীকে পরাজিত করেন।
 


এর আগে সকালে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মিনহাজ রিপনকে, ফিদে মাস্টার পরাগ মিনহাজুলকে, ফিদে মাস্টার মাহফুজ টুটুলকে, ফিদে মাস্টার নাসির সব্যসাচিকে, ফিদে মাস্টার জাভেদ আনিসকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ ফয়সালকে, শাহনাজ মোস্তফাকে, জামাল মহিলা ক্যান্ডিডেট মাস্টার নোশিনকে আবজিদ আনিসকে, ক্যান্ডিডেট মাস্টার সোহেল নাসিরকে, সামবার্তা মোমিনকে ও মোহাম্মদ আমিনুল সিরাজকে পরাজিত করেন।

আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।

এবারের এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, পাঁচ ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, শেখ নাসির আহমেদ, মেহেদী হাসান পরাগ, সৈয়দ মাহফুজুর রহমান ও মোহাম্মদ জাভেদ, ভারতের সামবার্তা ব্যানার্জী, অনিক দাস, সৌমিক দত্ত, অরিজিৎ মুখার্জীসহ ১১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার বিজয়ীরা ১,৫০,০০০ (দেড় লাখ) টাকার প্রাইজমানি পাবেন। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ৫০-৬০ হাজার টাকার আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে বিজয়ীদের উৎসাহিত করা হবে।

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়