ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপের পর কানাডা লিগে খেলবেন সাকিব

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৩, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপের পর কানাডা লিগে খেলবেন সাকিব

ক্রীড়া ডেস্ক : কানাডা ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলবেন সাকিব আল হাসান। বিশ্বের ঘরোয়া প্রায় সব বড় টুর্নামেন্টেই সাকিবের পদচারনা। সেই ধারাবাহিকতায় বিশ্বসেরা অলরাউন্ডার এবার নাম লেখালেন কানাডাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-টোয়েন্টির দল ব্রাম্পটন উলভসে।

গতবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় কানাডার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ। দ্বিতীয় বছরে এসে বিশ্বের নামি দামি সব তারকাকে দলে ভেড়াচ্ছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিগুলো। অন্যদের মতো তাই সময়ের সেরা ক্রিকেটার সাকিবও ডাক পেলেন।

আগামী ২৫ জুলাই থেকে টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে। বিশ্বকাপে খেলতে থাকা খেলোয়াড়েরা যাতে এই লিগে খেলতে পারেন, এ কারণেই দেরি করে শুরু হচ্ছে লিগটি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

গতবার এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল ব্রাম্পটন উলভস। এবার শিরোপা জয়ের লক্ষ্যে মালিকপক্ষ ফ্র্যাঞ্চাইজিটিকে একদম ঢেলে সাজাচ্ছে। দলে সাকিব ছাড়াও এসেছেন নিউজিল্যান্ডের ওপেনার কলিন মানরো। টুর্নামেন্টের সব কটি ম্যাচই হবে ব্রাম্পটনের মাঠে।

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব ছাড়াও এ টুর্নামেন্টে আরও খেলছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, ব্রেন্ডন ম্যাককালাম, কাইরন পোলার্ড ও সুনীল নারিনসহ টি-টোয়েন্টি ক্রিকেটের বড় তারকারা।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়