ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২১ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিস টুর্নামেন্টের স্পন্সর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০১৯’। আগামী ২২-২৯ জুন পর্যন্ত রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স, ঢাকা ক্লাব ও অফিসার্স ক্লাবে প্রতিযোগিতার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

প্রতিযোগিতার বিষয়ে বাংলাদেশ টেনিস ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ আলম বলেন, ‘২২ থেকে ২৯ জুন পর্যন্ত আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এটি মূলত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাছাইপর্ব। যেখানে সাতটি দেশের ৩৯ জন টেনিস খেলোয়াড় অংশ নিবে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। তারা নিয়মিত টেনিসের সঙ্গে যুক্ত হচ্ছে। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’

এ বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘প্রতিযোগিতাটি জুনিয়র টেনিস খেলোয়াড়দের। এরাই আমাদের এশিয়ান অঞ্চলের ভবিষ্যত টেনিস তারকা। একদিকে ট্যালেন্ট হান্ট জাতীয় প্রতিযোগিতা, অন্যদিকে আন্তর্জাতিক। সে কারণেই মূলত এই প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হওয়া। আশা করছি আমাদের ক্ষুদে টেনিস তারকারা ভালো করবে এই প্রতিযোগিতায়।’

‘আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১২ দলগত প্রতিযোগিতা ২০১৯’ এ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১২ বছর বয়সী টেনিস খেলোয়াড়রা অংশ নিবে। সাতটি দেশের ৩৯ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করবে। পাশাপাশি এশিয়ান টেনিস ফেডারেশন ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের ১৪ জন কোচ ও ৩ জন অফিসিয়াল থাকবেন।



রাইজিংবিডি/ঢাকা/২১ জুন ২০১৯/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়