ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পেরুকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৩, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেরুকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক : কোপা আমেরিকায় উদ্বোধনী ম্যাচেই দাপুটে জয়ে নিজেদের জানান দিয়েছিল ব্রাজিল। পরের ম্যাচে ড্রয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় তারা। তবে পেরুর বিপক্ষে গতকাল রাতে উড়ন্ত জয়ে ঘরের মাঠের টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেসাওরা।

সাও পাওলোয় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ম্যাচে ৫-০ গোলে জিতেছে ব্রাজিল। পেরুর বিপক্ষে এমন জয়ের পর আরও একবার কোপা শিরোপা ঘরে তোলার আভাস দিয়ে রাখলো আটবারের চ্যাম্পিয়নরা।

বলিভিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে শুরু করা ব্রাজিল গত রাউন্ডে ভেনেজুয়েলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্টে সুবিধাজনক অবস্থায় থাকলেও পারফরম্যান্সে ছিল না নান্দনিকতার ছাপ। ফলে অনুমিতভাবেই তাদের খেলা মন ভরাতে পারেনি। এমনকি দুটি ম্যাচেই ফিলিপে কৌতিনহো-গ্যাব্রিয়েল জেসুসদের কপালে জুটেছিল সমর্থকদের 'দুয়ো'। সেই বাজে সময় পেরিয়ে অবশেষে নিজেদের মেলে ধরতে পেরেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন পেরুকে চেপে ধরে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে গিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখে দলটি। পেরুকে রীতিমত বিধ্বস্ত করে কোয়ার্টারের টিকিট পায় তারা। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের সেরা হয়েছে ব্রাজিল।



চেনা মাঠে ম্যাচের ১২তম মিনিটে ক্যাসেমিরোর গোলে এগিয়ে যাওয়ার পর সেলেসাওদের হয়ে প্রথমার্ধে আরও দুই গোল করেন রবার্তো ফিরমিনো ও এভারটন। বিরতির পর লক্ষ্যভেদ করেন দানি আলভেস ও উইলিয়ান। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়াতে পারত ব্রাজিল। ডি-বক্সের ভেতরে জেসুসকে পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে ফাউল করলে পেনাল্টি পায় তারা। কিন্তু ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারেরই নেওয়া শট রুখে দেন তিনি।

একই সময়ে বেলো হরিজন্তেতে শুরু হওয়া আরেক ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে ভেনেজুয়েলা। ফলে ৫ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের রানার্সআপ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পেরু।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়