ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কাতার

মো. নুরুল আমিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কাতার

ক্রীড়া ডেস্ক: আরো একবার বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনা। জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। কিন্তু হেরে গেলে ৩৬ বছরের মধ্যে প্রথমবার বিদায় নিতে হবে গ্রুপ পর্ব থেকে।

ব্যর্থ হলে আরও একবার আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনাকে ফিরতে হবে শূন্যহাতে। শিরোপা খরা গিয়ে ঠেকবে ২৬ বছরে। এমনই সব সমীকরণ নিয়ে আজ বাংলাদেশ সময় রাত একটায় পোর্তো আলেগ্রের গ্রেমিও অ্যারেনায় কাতারের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

টুর্নামেন্টের শুরু থেকেই দেখা মিলেছে এক অচেনা আর্জেন্টিনার। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ০-২ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির পেনাল্টির সুবাদে প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মান বাঁচিয়েছে ম্যারাডোনা, বাতিস্তুতার উত্তরসূরীরা। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা।

প্রতিপক্ষ কাতারের ও অবস্থা অনেকটাই এক। দুই ম্যাচে এক পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় আর্জেন্টিনার উপরে অবস্থান তাদের। প্যারাগুয়ের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে তারা। আর কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলের হারে কাতারও জানান দিয়েছে তারা হেলাফেলার পাত্র নয়। কোয়ার্টার ফাইনালে উঠতে তাই এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুই দলেরই।

প্রথম ম্যাচে একাদশে থাকলেও দ্বিতীয় ম্যাচে বদলি হিসেবে নামা তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর একাদশে ফেরা আজ প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে আরেক স্ট্রাইকার লাউতারো মার্তিনেজকে। বেঞ্চেই থাকতে হবে অ্যাঙ্গেল ডি মারিয়া, পাওলো দিবালাদের।অপরদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে কাতার।

কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ থাকা সত্বেও বাদ পড়লে সেটি যে দলকে আরো নিচে ঠেলে দিবে সেটি মানছেন অধিনায়ক লিওনেল মেসিও। ‘এটা খুবই বাজে হবে যদি তিন দলের কোয়ার্টারে যাওয়ার সুযোগ থাকা সত্বেও আমরা বাদ পড়ি। আমাদেরকে ইতিবাচক চিন্তা করতে হবে এবং আত্মবিশ্বাস রাখতে হবে। আমাদের আরো উন্নতি করতে হবে আর নিজেদের সেরাটা দিতে হবে। এবং অবশ্যই জিততে হবে। আমরা জানতাম কোপা আমেরিকায় খেলাটা সহজ হবে না, আমরা একটা দলীয় পারফরম্যান্স চাই।’

কাতারের রক্ষনভাগের খেলোয়াড় তারেক সালমানও প্রত্যয় ব্যক্ত করেছেন কোয়ার্টারে খেলার। ‘আমরা কলম্বিয়ার বিপক্ষে আমাদের পারফরম্যান্স নিয়ে গর্বিত। আশা করি আর্জেন্টিনার বিপক্ষেও আমরা ভালো খেলব।’

হেড টু হেড

ফুটবলে এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল কাতার ও আর্জেন্টিনা। ২০০৫ সালে অনুষ্ঠিত সে ম্যাচে হুয়ান রোমান রিকেলমে’র দুর্দান্ত পারফরম্যান্সে কাতারকে ৩-০ গোলে হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান

১। এশিয়ান দলগুলোর বিপক্ষে সর্বশেষ ২৩ ম্যাচে মাত্র দুবার হেরেছে আর্জেন্টিনা। অপরাজিত সর্বশেষ ছয় দেখায়।

২। ১৯৮৩ সালের পর কখনোই কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি আর্জেন্টিনা।

৩। প্রথম দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৯৭৯ সালের পর এটাই সবচেয়ে বাজে শুরু আলবিসেলেস্তেদের।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা :  আরমানি; কাস্কো, ওতামেন্দি, পেসসেলা, তাগলিয়াফিকো; পেরেইরা, লো সেলসো, পারেদেস, আকুনা; মেসি, আগুয়েরো

কাতার : শীব, রাওয়ি, খৌকি, সালমান, মিগেল, হায়দোস, মাদিবো, হাতিম, হাসান, আফিফ, আলমোয়েজ আলী।




রাইজিংবিডি/ঢাকা/২৩ জুন ২০১৯/নুরুল/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়