ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আয়কর মেলা কাল

এম এ রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩১ অক্টোবর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আয়কর মেলা কাল

অর্থনৈতিক প্রতিবেদক :  ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা এক জায়গা থেকে দিতে আগামীকাল শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা-২০১৬।

 

মঙ্গলবার দুপুর থেকে সাত দিনব্যাপী এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মেলা উদ্বোধন করবেন।

 

এবারই প্রথম রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা হবে।

 

এ ছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ ১৫০টি স্থানে আয়কর মেলা করছে এনবিআর।

 

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান এসব তথ্য জানান।

 

তিনি জানান, রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এ মেলা হবে। এ ছাড়া জেলা শহরগুলোতে চার দিনব্যাপী, ২৯টি উপজেলায় দুই দিনব্যাপী স্থায়ী আয়কর মেলা এবং ৫৭টি উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, এবার মেলায় করদাতারা প্রথমবারের মতো অনলাইনে আয়কর বিবরণী দাখিলের সুযোগ পাচ্ছেন। জমা দেওয়া বিবরণীর প্রাপ্তি স্বীকারপত্রও পাওয়া যাবে অনলাইনে।

 

বড় অঙ্কের রাজস্ব আহরণের লক্ষ্যে আয়কর মেলায় থাকছে কর তথ্য ও সেবা কেন্দ্র, ই-টিআইএন রেজিস্ট্রেশনের ব্যবস্থা। রিটার্ন দাখিলের জন্য থাকবে ই-পেমেন্টের পৃথক বুথ। থাকছে ব্যাংকিং সুবিধাও। এ ছাড়া মেলায় সংশ্লিষ্ট করদাতারা রিটার্ন জমা দেওয়ার পাশাপাশি কর সংক্রান্ত যেকোনো প্রশ্নের উওর ও তথ্য পাবেন।

 

সংবাদ সম্মেলনে এনবিআর সদস্য (কর প্রশাসন) আব্দুর রাজ্জাক বলেন, ‘এনবিআরের নতুন ভবনে মেলা আয়োজনের উদ্দেশ্য হলো এনবিআরের স্থায়ী ঠিকানার ব্র্যান্ডিং করা। আমরা মেলা সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩১ অক্টোবর ২০১৬/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়