ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এভারেস্টে হোটেল!

এসএস জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এভারেস্টে হোটেল!

এসএস জামিল : ভাবুন তো একবার, মাউন্ট এভারেস্টে প্রিয় মানুষটির সঙ্গে খাবার খাচ্ছেন কিংবা এভারেস্টের বেস ক্যাম্পে হোটেলের ঘরে রাত কাটাচ্ছেন! কেমন হবে ব্যাপারটি? হয়তো এমন কথা ভেবে অবাক হচ্ছেন আপনি, কিন্তু বাস্তবিকই ঘটনাটি ঘটতে যাচ্ছে।

 

মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে এই অভিনব হোটেলটি ২০১৮ সালে চালু হবে। এতে এক রাত কাটাতে আপনাকে গুণতে হবে এক হাজার পঞ্চাশ ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫ হাজার টাকা। তবে ট্র্যাকিং ছাড়া এই হোটেলে পৌঁছানো সম্ভব হবে না।

 

জানা গেছে, এই হোটেলের অতিথি সেবায় থাকবে নেপালি খাবার। খাবার সহজে মিলে গেলেও, হোটেলে রাত কাটাতে গেলে সামান্য বেশি ঝক্কি পোহাতে হবে অতিথিদের। কারণ ডাউন জ্যাকেট ও স্লিপিং ব্যাগও বহন করতে হবে আপনাকে। অর্থাৎ পুরো প্রস্তুতি নিয়ে তবেই সেখানে যাওয়ার অনুমতি মিলবে। 

 

শুধু তাই নয়, ওই হোটেলে থাকতে যাওয়ার আগে হিমালয়ের শীতল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সাতদিন ট্র্যাক করার পরামর্শও দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ ডিসেম্বর ২০১৬/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়