ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আফগান নারী পাইলটের যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ২৫ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফগান নারী পাইলটের যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রথম নারী পাইলট নিলুফার রাহমানি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছেন।

 

তার আশঙ্কা দেশে ফিরলে তার জীবন হুমকিতে পড়বে তালেবানের কারণে। যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ শেষে শনিবার একথা বলেন তিনি।

 

২৫ বছর বয়সের এই আফগান নারী পাইলট জানান, বিমান বাহিনীতে পাইলট হিসেবে যুক্তরাষ্ট্রে নতুন জীবন শুরু করতে চান।

 

আফগানিস্তানে তালেবানের নানা বাধা পেরিয়ে এক সাহসী নারীর প্রতীক হয়ে উঠেন তিনি। কিন্তু তালেবানদের হুমকি, আত্মীয়-স্বজনদের লুকিয়ে থাকা তাকে অসস্তিতে ফেলেছে।

 

তিনি বলেন, যদি দেশে ফিরেন তা হলে তার জীবন বিপদের মধ্যে পড়ে যাবে। এ কারণে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন।

 

ফক্স নিউজ জানিয়েছে, ২০১৫ সালের গ্রীষ্মে তিনি যুক্তরাষ্ট্রে যান প্রশিক্ষণের জন্য। আরকানসাসের লিটল রকে মার্কিন বিমানবাহিনীতে সি-১৩০ বিমান  চালনার প্রশিক্ষণ নেন তিনি। গত বৃহস্পতিবার তার এই প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

 

 

নিয়ম অনুযায়ী প্রশিক্ষণ শেষে শনিবার তার দেশে (আফগানিস্তান) ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না।

 

নিলুফার বলেন, ‘আমি আমার দেশে বিমান নিয়ে উড়তে পছন্দ করি। ইচ্ছা ছিল প্রশিক্ষণ শেষে নিজ দেশে বিমান চালাব। কিন্তু আমার জীবনের নিরাপত্তার জন্য তা করতে পারছি না। আমার ভয় লাগছে।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৬/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়