ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মন্দিরে রাত কাটালেই গর্ভবতী

জামিল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৪, ৩০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মন্দিরে রাত কাটালেই গর্ভবতী

এসএস জামিল : ভারতের বিভিন্ন মন্দির নিয়ে নানারকম কথা প্রচলিত রয়েছে। অলৌকিক সেসব কাহিনি আমরা নিয়মিতই শুনে থাকি। ভারতীয় নিঃসন্তান হিন্দু নারীরা এবার এক মন্দিরের সন্ধান পেয়েছেন, যেখানে এক রাত কাটালেই ঈশ্বরের অলৌকিক ক্ষমতায় তারা গর্ভবতী হয়ে পড়ছেন।  ভারতের হিমাচল প্রদেশের সিমসা মাতা মন্দিরকে কেন্দ্র করে সম্প্রতি এ বিশ্বাস তৈরি হয়েছে।

 

জানা গেছে, এরই মধ্যে পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের বিস্তীর্ণ এলাকায় এই মন্দিরের কথা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মন্দিরে প্রতিবছর ‘সলিন্দরা’ নামক এক বিশেষ উৎসব হয়। উৎসবে এসে নিঃসন্তান নারীরা রাত কাটালেই তাদের সন্তান হবার সম্ভাবনা তৈরি হয় বলে জানা গেছে। 

 

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তানাকাঙ্ক্ষী নারীদের অবশ্যই একা আসতে হবে। মন্দির চত্বরে শতরঞ্জি পেতে শুয়ে থাকতে হবে দিনরাত। এসময় নারীদের স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করেন দেবী সিমসা মাতা। একমাত্র তার আশীর্বাদেই সন্তান হতে পারে। 

 

মন্দিরের পুরোহিতরা বলছেন, শুধু স্বপ্ন দেখলেই সন্তান হবে না। স্বপ্ন দেখাটা প্রতীকী ইঙ্গিতবাহী। সেই প্রতীকের অর্থ বের করতে পারলেই সন্তান সম্ভব। স্বপ্নের মমার্থ বুঝতে পারলে সন্তান মেয়ে হবে নাকি ছেলে হবে সেটাও জানা সম্ভব।

 

এরপর তিনি নিজেই ব্যাখ্যা দিয়েছেন-স্বপ্নে আম দেখলে ধরে নিতে পারেন পুত্রসন্তান হবে। আবার কোন নারী যদি স্বপ্নে ঢ্যাঁড়শ দেখেন, তা হলে তিনি কন্যা সন্তানের জননী হবেন ধরে নিতে হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়