ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বান্দরবানের ৫৯০৮২ পরিবারকে চাউল দেওয়া হবে

বাসু দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২০ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বান্দরবানের ৫৯০৮২ পরিবারকে চাউল দেওয়া হবে

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের সাতটি উপজেলার ৫৯ হাজার ৮২টি পরিবারের মধ্যে আগামী শুক্রবার থেকে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক তার নিজ কার্যালয়ে ঘূর্ণিঝড় মোরা এবং সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করতে গিয়ে এই সব কথা বলেন। ভিজিএফের চাউল ঘূর্ণিঝড়, বন্যা এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, নেজারত ডেপুটি কালেক্টর হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. আলী আকবর প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক জানান, অবাধে পাহাড় কাটা, পাথর উত্তোলনসহ পরিবেশ বিপর্যয়রোধে প্রশাসনের পক্ষ হতে পদক্ষেপ নেওয়া হয়েছে। পাহাড় ধসে যাতে নতুন করে প্রাণহানি না ঘটে সেই লক্ষ্যে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা তৈরি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

পাহাড় ধসে নিহত পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

 

রাইজিংবিডি/বান্দরবান/২০ জুন ২০১৭/এস বাসু দাশ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়