ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাগেরহাটে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৬ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে বিনোদন কেন্দ্রে মানুষের ভিড়

বাগেরহাট প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতরের দিনে বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদ, হযরত খানজাহান আলীর (রহ.) মাজারসহ বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বিনোদন কেন্দ্র দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।

ঈদের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এসব স্থানে দর্শনার্থীরা আসতে শুরু করেন। বাগেরহাটসহ জেলার বাইরের দর্শনার্থীরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসে ঈদ আনন্দে মেতে ওঠেন।

সাড়ে ছয়শ বছরের পুরনো হযরত খানজাহান আলীর (রহ.) অমর সৃষ্টি ষাটগম্বুজ মসজিদ ও মাজার দেখতে শত শত দর্শনার্থী ঈদের ছুটিতে এখানে ভিড় করেন। এক দর্শনার্থী বলেন, হযরত খানজাহান আলীর (রহ.) অমরকীর্তি ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে বইয়ে পড়েছেন। আজ নিজ চোখে দেখে ভালো লাগল।

এই মসজিদের পাশে বারাকপুর এলাকায় বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা সুন্দরবন রিসোর্টে দর্শনার্থীরা আনন্দে মেতে ওঠেন। শিশুরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে।

সুন্দরবন রিসোর্টের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ঈদের প্রথম দিনে বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নেমেছে। সব বয়সের মানুষ এখানে আনন্দ উপভোগ করছেন। সবচেয়ে বেশি আনন্দ করছে শিশুরা। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের ছুটিতে রিসোর্ট সরগরম থাকবে।



রাইজিংবিডি/বাগেরহাট/২৬ জুন ২০১৭/আলী আকবর টুটুল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়