ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৫ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : বিএনপির আখ্যায়িত ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জে দলটি মিছিল বের করতে চাইলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটেছে। এতে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

শুক্রবার দুপুরে নগরীর চাষাঢ়া প্রেসক্লাবের সামনে বিএনপি নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশের সঙ্গে এ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালসহ অন্যান্য নেতা-কর্মী।

এদিকে, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বেলা ১১টায় শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি ও কালো পতাকা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বিএনপির নেতা-কর্মীরা বিশৃঙ্খলার চেষ্টা করলে জনসাধারণের নিরাপত্তার স্বার্থে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৫ জানুয়ারি ২০১৮/হাসান উল রাকিব/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়