ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নৌ নিরাপত্তায় ৯ সুপারিশ

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নৌ নিরাপত্তায় ৯ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : সরকারি স্ক্র্যাপ (চলাচলের অযোগ্যঘোষিত) জাহাজ ‘এলসিটি কাজল’কে ব্যক্তিনামে নিবন্ধন, ফিটনেস, বে-ক্রসিংয়ের (সমুদ্র উপকূল অতিক্রম) অনুমতি ও ভয়েস ডিক্লারেশন প্রদানের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

মঙ্গলবার সকালে রাজধানীর পুরানা পল্টনের কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ‘নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণসহ নৌ পরিবহন ব্যবস্থার উন্নয়নে কতিপয় সুপারিশ উত্থাপন’ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা ৯টি সুপারিশসহ এই দাবি জানান।

জাতীয় কমিটির সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লিখিত বক্তব্যসহ সুপারিশমালা তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। এ সময় অন্যান্যের মধ্যে জাতীয় কমিটির উপদেষ্টা ও বিআইডব্লিউটিএর সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা, কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি সঞ্জীব বিশ্বাস, অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সাবেক ভাইস চেয়ারম্যান সাহাবুদ্দিন মিলন, জাতীয় কমিটির অর্থ সম্পাদক পূষ্পেন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসি সিকদার, জাতীয় পরিষদ সদস্য লিয়াকত আলী, আব্দুস সাত্তার ও আখতার হোসেন বক্তব্য রাখেন।

আলোচকেরা বলেন, গত ১৫ জানুয়ারি বিকেলে দুটি ইঞ্জিন বিকল হওয়ায় ২৫০ জন পর্যটকবাহী এলসিটি কাজল দীর্ঘ চার ঘণ্টা বঙ্গোপসাগরে ভেসে বেড়ায়। অন্য একটি জাহাজ ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিত্যক্ত জাহাজটি নিলামে বিক্রি করা হয়। এরপর নৌ-বাণিজ্য অধ্যাদেশ (এমএসও) ১৯৮৩ লঙ্ঘন করে নৌ-বাণিজ্য দপ্তর ব্যক্তিনামে জাহাজটির পুনঃনিবন্ধন ও ফিটনেস এবং নৌ পরিবহন অধিদপ্তর বে-ক্রসিংয়ের অনুমতি ও সেন্টমার্টিন-টেকনাফ নৌপথে চলাচলের জন্য ভয়েস ডিক্লারেশন দেয় বলে বক্তারা অভিযোগ করেন।

এছাড়া অভ্যন্তরীণ নৌযান চালকদের জন্য স্বতন্ত্র পরীক্ষা বোর্ড ও দুর্ঘটনা তদন্তে একটি জাতীয় তদন্ত কমিটি গঠনের দাবি তোলেন তারা।

অনুষ্ঠানে নৌ নিরাপত্তায় ৯টি জরুরি সুপারিশ উত্থাপন করা হয়। সুপারিশগুলো হলো-

সরকারি স্ক্র্যাপ জাহাজ এলসিটি কাজলকে ব্যক্তিনামে নিবন্ধন দেওয়ায় নৌ-বাণিজ্য দপ্তরের মুখ্য কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন।

বঙ্গোপসাগরে দুর্ঘটনাকবলিত চলাচল-অযোগ্য এলসিটি কাজলকে ফিটনেস, বে-ক্রসিংয়ের অনুমতি ও ভয়েস ডিক্লারেশন প্রদানকারী কর্মকর্তাদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা দায়ের।

দক্ষ চালক তৈরির লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মেরিন একাডেমি, নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ অভ্যন্তরীণ পরিবহন কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের সমন্বয়ে অভ্যন্তরীণ নৌযানের মাস্টারশিপ ও ড্রাইভারশিপ পরীক্ষা কমিটি গঠন।

অভ্যন্তরীণ নৌযানের মাস্টার ও ড্রাইভারদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন মাসের প্রশিক্ষণ বাধ্যতামূলককরণ এবং ৩০ নম্বরের রচনামূলক ও ২০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র প্রণয়ন।

ত্রুটিপূর্ণ নৌযান চলাচল বন্ধে অভ্যন্তরীণ ও সমুদ্রগামী নৌযানের ফিটনেস যথাযথভাবে পরীক্ষার জন্য নৌ পরিবহন অধিদপ্তর ও নৌ-বাণিজ্য দপ্তরে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক শিপ সার্ভেয়ার নিয়োগ।

নৌ-দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্তকরণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য অভিজ্ঞ নৌ-প্রকৌশলী, নৌ-স্থপতি, মাস্টার মেরিনার, নৌ পরিবহনবিষয়ক গবেষক, পানিসম্পদ বিশেষজ্ঞ, নৌযান মালিক প্রতিনিধি, সিনিয়র গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সামাজিক আন্দোলনের কর্মীদের সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিটি গঠন।

সরকারের রাজস্ব বৃদ্ধি ও নৌ-নিরাপত্তার স্বার্থে অর্ধ লক্ষাধিক অবৈধ নৌযানকে আইনের আওতায় আনতে অবিলম্বে সারা দেশে নৌ-শুমারি শুরু।

শুধু দুই ঈদে নয়, জাতীয় স্বার্থে সারা বছর সব নদীবন্দর ও নৌপথে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা।

নৌ-নিরাপত্তার স্বার্থে উপকূলীয়, হাওর ও পাহাড়ি জনপদের জেলা প্রশাসনের নির্বাহী হাকিমদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদান এবং জেলা পুলিশ প্রশাসনকে সম্পৃক্তকরণ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়