ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নবম দিনে মেলায় ৩৪৪ নতুন বই

অহ নওরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নবম দিনে মেলায় ৩৪৪ নতুন বই

সাংস্কৃতিক প্রতিবেদক : বইমেলার নবম দিন শুক্রবারে নতুন বই এসেছে ৩৪৪টি।

এর মধ্যে গল্পগ্রন্থ ৫৭টি, উপন্যাস ৬৭টি, প্রবন্ধগ্রন্থ ১৯টি, কবিতা ৯৫টি, গবেষণাগ্রন্থ ৬টি, ছড়াগ্রন্থ ১৪টি, শিশুসাহিত্যমূলক বই ১৫টি, জীবনীমূলক গ্রন্থ ৬টি, রচনাবলি ২টি, মুক্তিযুদ্ধবিষয়ক গ্রন্থ ৬টি, নাটকগ্রন্থ ৩টি, বিজ্ঞানভিত্তিক গ্রন্থ ২টি, ভ্রমণবিষয়ক গ্রন্থ ৬টি, ইতিহাসমূলক গ্রন্থ ১২টি, স্বাস্থ্যবিষয়ক বই ৩টি, ধর্মবিষয়ক বই ২টি, অনুবাদগ্রন্থ ২টি, অভিধান ১টি, সায়েন্স ফিকশন ৫টি এবং অন্যান্য গ্রন্থ ২১টি।

এদিকে অমর একুশে উদ্‌যাপনের অংশ হিসেবে এবং শিশুপ্রহর উপলক্ষে সকাল শুক্রবার সকাল সাড়ে ৮টায়  গ্রন্থমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন। প্রতিযোগিতায় ক-শাখায় ৩০০ জন, খ-শাখায় ২৭৫ জন এবং গ-শাখায় ১১২ জন, সর্বমোট ৬৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আগামী ২৪ ফেব্রুয়ারি ২০১৮ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।

ওই দিন বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘রশীদ উদ্দিন, উকিল মুন্সী, বারী সিদ্দিকী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সুমনকুমার দাশ। আলোচনায় অংশগ্রহণ করেন কামালউদ্দিন কবির এবং সাইমন জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল হক।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় নৃত্য সংগঠন ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস লিমিটেডের (বাফা)’ শিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী মীনা বড়ুয়া, আবুবকর সিদ্দিক, মো. মুরাদ হোসেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/অহ/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়