ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পেসারদের ধারাবাহিকতা ও মানসিক শক্তি নিয়ে কাজ করছেন ওয়ালশ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেসারদের ধারাবাহিকতা ও মানসিক শক্তি নিয়ে কাজ করছেন ওয়ালশ

ক্রীড়া ডেস্ক : । তার নির্দেশে আজ থেকেই শুরু হয়েছে ক্যাম্প।

১৪ পেসার ও ৫ ব্যাটসম্যানকে নিয়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে মিরপুরে শুরু হয় ক্যাম্প। বোলিং কোচ কোর্টনি ওয়ালশের ক্লাস চলেছে দুপুর ১২টা পর্যন্ত। অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ালশ জানালেন, পেসারদের ধারাবাহিক বোলিং এবং মানসিক শক্তি নিয়ে এ মুহূর্তে কাজ করছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে পেসারদের পারফরম্যান্স নিয়ে অন্য সবার মতো ওয়ালশও সন্তুষ্ট নন। ‍সামনে ভালো করতে ওয়ালশ চান পুরোনো ব্যর্থতা ‍ভুলে যেতে।  শিষ্যদের দিয়েছেন এই বার্তা, ‘ঘরের মাঠে আমরা ভালো করিনি। শ্রীলঙ্কায় আমাদের চ্যালেঞ্জিং সিরিজ অপেক্ষা করছে। শেষ সিরিজে কী হয়েছে সেটা আমাদের ভুলতে হবে।  সামনে আমাদের কি আসছে সেটায় মনোযোগী হতে হবে।’

ক্যাম্প নিয়ে তার ভাষ্য, ‘আমরা পেসারদের ধারাবাহিকতায় গুরুত্ব দিচ্ছি। আমরা যে ধারাবাহিকতায় বোলিং করতে চেয়েছিলাম, তা করতে পারিনি।  এজন্য ধারাবাহিকতায় জোর দিচ্ছি। তাদেরকে নিজেদের ভূমিকা বুঝতে হবে। তাদেরকে ‍বোঝানো হচ্ছে, ফাস্ট বোলিংটা আসলেও কী এবং এটা করতে হলে কতটুকু জোর দিতে হবে। খুব সহজেই তাদের বোঝানো হচ্ছে। ধারাবাহিকতা একবার চলে আসলে তারাই নিজেদের বাকি কাজগুলো বুঝবে।’

পাশাপাশি মানসিক শক্তি বৃদ্ধিতেও কাজ করছেন ওয়ালশ। তিনি মনে করেন, শেষ সিরিজে ক্রিকেটাররা অনেকেই অতিরিক্ত আত্মবিশ্বাসী থেকে ভালো করতে পারেননি। পাশাপাশি প্রতিপক্ষকেও নিয়েছিল হালকা করে! ওয়ালশও বললেন সেটাই, ‘আমরা বোলিং ক্যাম্পে ওদের মানসিক শক্তি নিয়েও কাজ করছি। তাদেরকে পেছন থেকে সাহায্য করছি এবং জিনিসগুলো স্বাভাবিক রাখার চেষ্টা করছি। শেষ সিরিজে যেটা হয়েছে, ছেলেরা আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল বাড়তি কিছু চেষ্টা না করেই। তারা জানত কঠিন পরিস্থিতিতে কীভাবে মানিয়ে নিতে হবে। কিন্তু তারা সেটা প্রয়োগ করতে পারেনি। একটা বিষয়, আপনি যদি ধারাবাহিক হন তাহলে অবশ্যই সফল হবেন। দশবারের মধ্যে আটবারই সফল হবেন। তাই আমরা তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করছি যেন তারা ধারাবাহিক হয়।’

১৪ পেসারের মধ্যে ৫ জনই ওয়ালশের ক্লাসে নতুন। তারা হলেন, হাসান মাহমুদ, মো. রবিউল, খালেদ আহমেদ, কাজী অনিক ও হোসেন আলী। নতুনদের নিয়ে বড় পরিকল্পনায় এগোতে চান ওয়ালশ। পুরোনো শিষ্যদের ভুলগুলো শুধরে নতুনদের গড়তে চান সেরাদের মতো করে।

‘নতুন কয়েকজনকে দেখলাম আজ। তারা নিজেরা কতুটুক সামর্থ্যবান সেটা আজ দেখলাম। আগামী কয়েকদিনের মধ্যেই প্রত্যেককে নিয়ে আমরা আলাদা আলাদা কাজ করব। আর সবাইকে দলগতভাবে ভালো করতে হবে। আমি এখানে এসেছি বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য। আমি তাদেরকে সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত আছি’– যোগ করেন ওয়ালশ।




রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়