ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাহিদ-সুবর্ণার ‘গোলাপজান ছাত্রীনিবাস’

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৯, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহিদ-সুবর্ণার ‘গোলাপজান ছাত্রীনিবাস’

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে অসংখ্য নাটক-টেলিফিল্ম। তারই ধারাবাহিকতায় মোস্তফা মনন নির্মাণ করেছেন একক নাটক ‘গোলাপজান ছাত্রীনিবাস’।

শেক্সপিয়রের ‘লাভস লেইবারস লস্ট’ নাটক অবলম্বনে নির্মিত নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন ওয়াহিদুজ্জামান সবুজ। সংলাপ ও চিত্রনাট্য সম্পাদনা করেছেন আহমেদ খান হীরক। এতে একসঙ্গে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও জাহিদ হাসান।

নাটকের গল্পে দেখা যাবে, নারী বিদ্বেষী আফজাল খানের বাসার সামনেই গোলাপজান তার ছাত্রীনিবাস চালু করেন। আফজাল খান তার তিন ভাড়াটিয়া তরুণকে দিয়ে নানাভাবে গোলাপজান ছাত্রীনিবাসের ক্ষতি করতে চায়। কিন্তু তিন তরুণ একে একে ওই ছাত্রীনিবাসের মেয়েদের প্রেমে পড়তে শুরু করে। আফজাল আর গোলাপজানের বৈরিতা চরমে পৌঁছালে জানা যায়, তাদের অতীত ইতিহাস। যা যুদ্ধের নয় বন্ধুত্বের, বিদ্বেষের নয় ভালোবাসার।

নাটকটির গল্পে গোলাপজান চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা। আফজাল খান চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে। সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ঈদুল ফিতরের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ৩০মিনিটে দীপ্ত টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৮/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়