ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসির পেনাল্টি রুখে দেওয়ার রহস্য জানালেন হালডরসন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১৭ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসির পেনাল্টি রুখে দেওয়ার রহস্য জানালেন হালডরসন

ক্রীড়া ডেস্ক : বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির পেনাল্টি রুখে দেওয়াটা সহজ ব্যাপার নয়। শনিবার রাতে মেসির নেওয়া পেনাল্টি কিক দারুণ দক্ষতায় রুখে দেন নবাগত আইসল্যান্ডের গোলরক্ষক হানেস থর হালডরসন। তাতে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করার কৃতিত্ব দেখায় ৩ লাখ ৩৫ হাজার জনসংখ্যার দেশ আইসল্যান্ড। পায় মহামূল্যবান ১ পয়েন্ট।

কিভাবে তিনি রুখে দিলেন মেসির নেওয়া শট? ৩৪ বছর বয়সী খ-কালিন ভিডিও ডিরেক্টর হালডরসন বলেন, ‘আসলে আমি কিছু হোমওয়ার্ক করেছিলাম। কারণ, আমি জানতাম এমন পরিস্থিতি তৈরি হতে পারে। সে কারণে আমি মেসির অনেক পেনাল্টি দেখেছি। পাশাপাশি আমি যেসব পেনাল্টির মুখোমুখি হয়েছিলাম সেগুলোও দেখেছি। যাতে করে যারা পেনাল্টি নেয় তাদের সম্পর্কে আমি বুঝতে পারি। আমার কেন জানি মনে হচ্ছিল সে ওইদিকেই শট নিবে। তাই হয়েছে।’

আসলে এমন কিছু করতে পারাটা তার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। হালডরসন বলেন, ‘আসলে বিষয়টা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমন একটি পেনাল্টি রুখে দেওয়ায় আমাদের দল ১ পয়েন্ট পেয়েছে। যা পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আসলে এটা আমার জন্য বিশেষ কিছু।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়