ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ছয় মাস জেল হতে পারে পিকের

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছয় মাস জেল হতে পারে পিকের

ক্রীড়া ডেস্ক: লাইসেন্সে প্রয়োজনীয় পয়েন্ট না থাকায় অভিযুক্ত হয়েছেন বার্সেলোনা তারকা ফুটবলার জেরার্ড পিকে। এ অপরাধের জন্য এবার ৬ মাসের জেল হতে পারে স্প্যানিশ তারকার।

শুক্রবার বিকেলে নিয়মিত চেকের অংশ হিসেবে পিকের গাড়ি আটক করেন বার্সেলোনার ট্রাফিক পুলিশ। তদন্তে পিকের গাড়ির লাইসেন্সে অনিয়ম ধরা পড়ে। পরে বার্সা এ ডিফেন্ডারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে প্রয়োজনীয় কাগজ-পত্র দেখানোর কথা বলেছে বার্সেলোনা ট্রাফিক পুলিশ।

স্পেনে গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভারের ১২ পয়েন্ট থাকা লাগে। নিয়ম ভাঙতে থাকলে পয়েন্ট হারাতে থাকেন ড্রাইভাররা। পয়েন্ট শূন্যে চলে আসলে ড্রাইভার গাড়ি চালানোর বৈধতা হারান। এরপর ট্রাফিক হেডকোয়ার্টার থেকে ২৪ ঘন্টার একটি কোর্সের পরীক্ষায় উত্তীর্ণ হলে পুনরায় গাড়ি চালানোর অনুমতি মেলে।

স্প্যানিশ রেডিও কাদেনা এসসিআর জানিয়েছে, পিকের ড্রাইভিং লাইসেন্স চেক করে নাকি কোনো পয়েন্ট পায়নি ট্রাফিক পুলিশ। স্প্যানিশ আইনে এ অপরাধের জন্য ৬ মাস জেল অথবা ৫ হাজার ৩৭০ পাউন্ড জরিমানা করা হতে পারে পিকের।



রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়