ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতায় প্রচারাভিযান

তাপস রায় || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ২১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতায় প্রচারাভিযান

ভ্রমণ ডেস্ক: কক্সবাজারে পর্যটকদের মাঝে পরিবেশ সচেতনতায় প্রচারাভিযান করেছেন পরিবেশকর্মী গাজী মুনছুর আজিজ। ৬ অক্টোবর দিনব্যাপী তিনি এ প্রচারাভিযান করেন লাবনী, সুগন্ধা, কলাতলীসহ সৈকতের বিভিন্ন এলাকায়।

‘সচেতন পর্যটক, পরিচ্ছন্ন সৈকত’- স্লোগান নিয়ে এ প্রচারাভিযান করা হয়। পরিবেশ সুরক্ষায় চাই ব্যক্তি সচেতনতা- মূলত এমন বক্তব্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতেই তার এই কার্যক্রম। পরিবেশ ও পর্যটন সচেতনতামূলক বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে আজিজ প্রচারাভিযান করেন। এ সময় তিনি পর্যটক, সৈকতের আলোকচিত্রী, সৈকতের নিরাপত্তা কর্মকর্তা, লাইফগার্ড, পরিচ্ছন্নকর্মীসহ সৈকতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি সৈকত পরিচ্ছন্নতার কাজও করেন।

গাজী মুনছুর আজিজ বলেন, ‘গড়ি সবুজ বাংলাদেশ’-এর ব্যানারে দেশব্যাপী পরিবেশ সচেতনতায় প্রচারাভিযানের উদ্যোগ নিয়েছি। এরই প্রথম পর্ব হলো কক্সবাজারে। পর্যায়ক্রমে এ প্রচারাভিযান করা হবে দেশের অন্যান্য সমুদ্র সৈকত, বিভিন্ন পর্যটন কেন্দ্রে।



রাইজিংবিডি/ঢাকা/২১ অক্টোবর ২০১৮/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়