ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানে খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৪ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে খেলা হচ্ছে না ডি ভিলিয়ার্সের

এবি ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক :। কিন্তু লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তানে পিএসএল খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়কের।

লাহোর কালান্দার্সের হয়ে সংযুক্ত আরব আমিরাতে সাতটি ও লাহোরে দুটি ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডি ভিলিয়ার্স। আরব আমিরাতে সাত ম্যাচ খেলে পিঠের চোট নিয়ে তিনি দেশে ফিরে গেছেন। দলের সঙ্গে আর যোগ দেবেন না। ফ্র্যাঞ্চাইজিটি বিষয়টি ইএসপিএন-ক্রিকইনফোকে নিশ্চিত করেছে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আরব আমিরাত পর্ব শেষ হবে ৫ মার্চ। প্রাথমিক পর্বের শেষ চার ম্যাচ, কোয়ালিফায়ার ও ফাইনাল হবে করাচিতে, আগামী ৯ মার্চ থেকে।

প্রাথমিকভাবে পাকিস্তানের ম্যাচগুলো লাহোর ও করাচিতে হওয়ার কথা ছিল। কিন্তু এখন সব ম্যাচই হবে করাচিতে। সম্প্রতি প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একপ্রকার নির্বাসনে আছে পাকিস্তান।



রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়