ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যশোরে আলভী হত্যাকাণ্ডে ষড়যন্ত্রমূলক মামলা, সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৫, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোরে আলভী হত্যাকাণ্ডে ষড়যন্ত্রমূলক মামলা, সংবাদ সম্মেলন

যশোর : যশোরের উপশহর এলাকার কলেজ ছাত্র আলভী হত্যাকাণ্ডের ঘটনায় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপি।

রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে উপশহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক অভিযোগ করেন, আলভী হত্যাকাণ্ডের পর ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা বাদীকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে যুবদল নেতা হুমায়ন কবির ওরফে কবির হোসেনসহ ৪/৫ জনকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মামলা করেছে।

তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে এ মামলায় তাদের জড়ানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, পৌর মেয়র মারুফুল ইসলাম, বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সভাপতি নূর উন নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না,  উপশহর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আজগর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রাক্তন চেয়ারম্যান আব্দুল খালেক প্রমুখ।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর রাতে দুর্বৃত্তরা উপশহর এফ ব্লক এলাকায় যশোর শিক্ষাবোর্ড স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আলভিকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের পরিবার ১ নভেম্বর যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়