ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৭ দফা দাবিতে রুয়েট কর্মচারী সমিতির অবস্থান ধর্মঘট

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৮ নভেম্বর ২০১২   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
৭ দফা দাবিতে রুয়েট কর্মচারী সমিতির অবস্থান ধর্মঘট

রাইজিংবিডি২৪.কম:

সংশোধন, সেশনাল ক্লাশে পারিশ্রমিক দেওয়াসহ ৭ দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) কর্মচারী সমিতি অবস্থান ধর্মঘট করেছেন।

রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুয়েটের প্রশাসনিক ভবনের সামনে কর্মচারী সমিতির সব সদস্যরা এ অবস্থান ধর্মঘটে অংশ নেন।

কর্মচারী সমিতির অন্যান্য দাবিগুলো হলো- সমপদে সমস্কেল প্রদানের ক্ষেত্রে কর্তনকৃত চাকরির বয়সসীমা আপগ্রেডেশনের বিবেচনা করা, গেস্ট হাউজ/গাড়ি নীতিমালা সংশোধন, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের ওভার টাইম দেওয়া, নীতিমালা অনুযায়ী উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ, শতকরা ৫০ ভাগ পদোন্নতি পদ্ধতির আলোকে অভ্যন্তরীণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ দেওযা।   

রুয়েট কর্মচারী সমিতির সভাপতি রোকনুজ্জামান (রিপন) বাংলানিউজকে জানান, ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মচারী সমিতি লাগাতার ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করবে। তবে আগামীকাল সোমবার রুয়েটে ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এসব কর্মসূচি শিথিল করা হয়েছে। এ সময়ের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৭ নভেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘটসহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে রেজাল্ট জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগ দাবিতে রুয়েটের প্রগতিশীল শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আন্দোলন চলছে। তবে ঐক্য পরিষদ ভর্তি পরীক্ষা উপলক্ষে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে। এ সময়ের মধ্যে রুয়েট উপাচার্য প্রফেসর ড.সিরাজুল করিম চৌধুরী নিজ দায়িত্ব থেকে পদত্যাগ না করলে আগামী ২৬ নভেম্বর থেকে লাগাতার অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করবেন তারা।

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়