ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ওয়ালটন থেকেই জীবনের বড় পুরস্কারটি পেলাম’

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৬, ২৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ালটন থেকেই জীবনের বড় পুরস্কারটি পেলাম’

লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্যসহ স্ত্রী-সন্তান এবং বন্ধুদের নিয়ে আরিফুল ইসলাম

জাকির হুসাইন : ‘ছোটবেলা থেকেই খেলাধুলাসহ বিভিন্ন মাধ্যমে সব সময় পুরস্কার পেয়ে আসছি। তবে তা কখনো ১০ হাজার টাকার বেশি নয়। এবারই প্রথম লাখ টাকার পুরস্কার পেয়েছি ওয়ালটন থেকে। ওয়ালটন ফ্রিজ কিনে জীবনের এতো বড় পুরস্কার পাব তা কখনো ভাবিনি। আসলে কপালে ছিল তাই পেয়েছি।’ কথাগুলো বলছিলেন বরগুনা জেলার পাথরঘাটার বাসিন্দা মো. আরিফুল ইসলাম।

সম্প্রতি ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় কিস্তিতে একটি ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন আরিফুল। ক্যাশ ভাউচারের টাকায় বাবা-মা ও ছোট ভাইকেও ওয়ালটন ফ্রিজ দিয়েছেন তিনি।

মো. আরিফুল ইসলাম জানান, তিনি পেশায় একজন ঠিকাদার ও ক্ষুদ্র ব্যবসায়ী। বরগুনায় স্থায়ী বাড়ি হলেও ব্যবসার জন্য বরিশালে থাকেন। এক ছেলে ও এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে বরিশালের পশ্চিম কাউনিয়ার দেলওয়ার ভিলায় ভাড়া থাকেন তিনি। নিজে ঠিকাদারি ব্যবসা করলেও স্ত্রী চাকরি করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে।

মো. আরিফুল ইসলাম বলেন, ‘দুই জনে কাজ করার কারণে রান্না-বান্না সব সময় করা সম্ভব হয় না। বাসায় ওয়ালটনেরই একটি ফ্রিজ ছিল। কিন্তু সেটি সাইজে ছিল ছোট। তাতে নিজেদের প্রয়োজন মিটছিল না। তা ছাড়া এক আত্মীয় আমার কাছে একটি ফ্রিজ দাবি করায় তাকে ব্যবহৃত ফ্রিজটি দিয়েছি। ফলে আমার নতুন একটি ফ্রিজ না হলে চলছিল না।’

তিনি বলেন, ‘বড় সাইজের একটি ফ্রিজ কিনতে গত ২১ নভেম্বর স্ত্রীকে নিয়ে বরিশালের নথুল্লাবাদ ওয়ালটন প্লাজায় যাই। প্লাজায় যাওয়ার পর ফ্রিজ কিনব শুনে বিক্রয়কর্মীরা জানান, সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনে রেজিস্টেশন করলে ২০০ টাকা থেকে লাখ টাকা পর্যন্ত ক্যাশ ভাউচার পাওয়ার সম্ভাবনা রয়েছে। জীবনে বহু পুরস্কার পাওয়ার অভ্যাস আছে। এবার সুযোগ পেয়ে নিজের ভাগ্য যাচাই করতে ফ্রিজ কেনার আগ্রহ আরো বেড়ে যায়। অনেক যাচাই-বাছাই করে ১৭ সিএফটি সাইজের একটি ফ্রিজ আমাদের পছন্দ হয়। যার দাম ৩০ হাজার ২৮ টাকা। এর মধ্যে ১০ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফ্রিজটি কিনি। বাকি টাকা ৬ মাসের কিস্তিতে পরিশোধ করব।’

আরিফুল জানান, ফ্রিজের মেমো করতে করতেই তার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজ খুলে দেখেন লাখ টাকার ক্যাশ ভাউচার। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মিলে যাওয়ায় অভিভূত হয়ে পড়েন তিনি।

আরিফুল বলেন, ‘লাখ টাকার মেসেজ দেখার পর আমার কী অবস্থা হলো তা ভাষায় প্রকাশ করতে পারব না। এতো টাকার পুরস্কার আমার জীবনে এই প্রথম দেখলাম। এ অনুভূতি বর্ণনা করা সম্ভব না। স্ত্রীর আবেগ তো আমার চেয়েও বেশি। আমার এ প্রাপ্তির খবরে মা-বাবাসহ সব আত্মীয় স্বজন দারুণ খুশি।’

ওয়ালটন ফ্রিজ কেনার ব্যাপারে আরিফুল বলেন, ‘বর্তমানে বাজারে অনেক কোম্পানির ফ্রিজ আছে ঠিকই, কিন্তু কয়টি কোম্পানির ফ্রিজ মানের, এটা আগে দেখতে হবে। শুধু ফ্রিজ হলেই তো হবে না। টেকসই ও দামের ব্যাপারটাও দেখতে হবে। ওয়ালটন সেদিক থেকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে। একারণেই আমরা অনেক আগে থেকেই ওয়ালটন কোম্পানির পণ্য ব্যবহার করি। আমাদের আত্মীয়-স্বজনদের মধ্যে আনুমানিক ১৩টি ওয়ালটন ফ্রিজ এই মুহূর্তে ব্যবহার হচ্ছে। সবাই ওয়ালটন ফ্রিজের মান সম্পর্কে ভালো বলছে। তাই দ্বিতীয় অপশন খোঁজার চেষ্টাই করিনি।’

তিনি জানান, লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে আরো দুটি ফ্রিজ কিনেছেন। এর একটি বাবা-মার বাসায় এবং একটি ছোট ভাইকে দিয়েছেন। এ ছাড়া নিজের ব্যবহারের জন্য একটি মোবাইল ফোন, ২টি মাইক্রোওয়েভ ওভেন এবং একটি গ্যাস স্টোভ নিয়েছেন।

ওয়ালটন পণ্যের দাম, মান ও গুণাগুণ সম্পর্কে জানতে চাইলে আরিফুল ইসলাম বলেন, ‘ওয়ালটন আমাদের দেশের ব্র্যান্ড। বাজার যাচাই করে দেখেছি অন্যান্য কোম্পানির ফ্রিজের চেয়ে ওয়ালটনের ফ্রিজের দাম সাশ্রয়ী। তবে মানে অনেক ভালো। শুধু ফ্রিজ নয়, তাদের অন্যান্য পণ্যের মানও ভালো। আমি গর্বিত যে দেশেই ওয়ালটন এতবড় ইলেকট্রনিক্স শিল্পকারখানা গড়ে তুলেছে। আমি ওয়ালটনের আরো সাফল্য কামনা করছি।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।



রাইজিংবিডি/ঢাকা/২৭ নভেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়