ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পরিবারের জন্য ফ্রিজ কিনে মোটরসাইকেল পেলেন সাব্বির

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ২৭ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবারের জন্য ফ্রিজ কিনে মোটরসাইকেল পেলেন সাব্বির

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : সামান্য আয়ের সংসারে একটু সৌখিনতা আনতে দেশীয় পণ্য ওয়ালটনের ফ্রিজ কিনতে গিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের রডমিস্ত্রি সাব্বির মিয়া। কিন্তু ফ্রিজের সাথে ক্যাশ ভাউচারে ‘অধরা স্বপ্ন’ মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরলেন তিনি।

সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ালটন প্লাজায় কিস্তিতে ৩০ হাজার ৭০০ টাকা মূল্যের একটি ফ্রিজ কিনতে গিয়েছিলেন সাব্বির। ফ্রিজ কিনে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে মোবাইল নাম্বারে রেজিস্ট্রেশন করতেই পেয়ে গেলেন লাখ টাকা ভাউচার জেতার মেসেজ। আর সেই ক্যাশ ভাউচারে দীর্ঘদিনের স্বপ্নপূরণ করলেন সাব্বির। নিয়ে নিলেন ওয়ালটনের ফিউশন ১২৫ এনএক্স মোটরসাইকেল। সাব্বির মির্জাপুর উপজেলার কুরনী ইউনিয়নের দুন্না মনসুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

রাইজিংবিডিকে সাব্বির বলেন, ছোট থেকেই একটি মোটরসাইকেল কেনার ইচ্ছে ছিল। কিন্তু ইচ্ছে থাকলেও সেটা পূরণ করতে পারছিলাম না। সংসারের খরচ জোগাতে অল্প বয়সেই রডমিস্ত্রির খাতায় নাম লিখিয়েছিলাম। সামান্য আয়ের সংসারে দৈনিক খরচ কিছুটা কমাতে ওয়ালটন থেকে একটি কিস্তিতে একটি ফ্রিজ কিনতে এসেছিলাম। কিন্তু ভাগ্যগুণে তার সাথে নিলাম মোটরসাইকেল।



তিনি আরো বলেন, ওয়ালটন দেশীয় ব্র্যান্ড। দেশেই তারা তৈরি করে টিভি, ফ্রিজ, এসিসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্যাল ও গৃহস্থালী পণ্য। তাছাড়া এর আগে ওয়ালটনের একটি স্মার্টফোন ব্যবহার করেছি। অল্প দামে ভালোমানের পণ্য দেয় তারা। অনেকের কাছেই শুনেছি ওয়ালটনের ফ্রিজ খুব ভালো। আর দামেও সস্তা। তাই ফ্রিজ কেনার কথা চিন্তা করতেই ওয়ালটনের নাম মাথায় আসে। এমনিতেই পরিবারের জন্য ফ্রিজ কিনে খুশি ছিলাম, যখন মোবাইলে রেজিস্ট্রেশন করার পর প্লাজা থেকে বলল আমি এক লাখ টাকার পণ্য পেয়েছি, তখন আমার খুশি যেন হাজারগুণ বেড়ে গেছে।

বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন পিএসডি টাঙ্গাইল ডিভিশনের হেড ফার্স্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট  ডিরেক্টর আরিফুল ইসলাম, টাঙ্গাইল জোনের এরিয়া ম্যানেজার বদরুল আমান, গাজীপুর জোনের এরিয়া ম্যানেজার রায়হান কবীর, ওয়ালটন প্লাজা মির্জাপুরের ম্যানেজার আনিসুর রহমান, টাঙ্গাইল ওয়ালটন সার্ভিস সেন্টারের ম্যানেজার শান্তুনু মল্লিকসহ আরো অনেকে।



ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে আরো দ্রুত ও উত্তম বিক্রয়োত্তর সেবা পৌঁছে দিতে চালু করা হয় ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম। এই কার্যক্রমে ক্রেতার অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে চলছে ডিজিটাল ক্যাম্পেইন। এর আওতায় ক্রেতাদের জন্য থাকছে নিশ্চিত ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে দশ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের পণ্য কিনে প্রতিবার সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা।

গত ২ অক্টোবর এই কার্যক্রম চালু হওয়ার পর সারাদেশে ক্রেতাদের কাছ থেকে মিলছে ইতিবাচক সাড়া। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুমগুলোয় ডিজিটাল রেজিস্ট্রেশনে দেখা গেছে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পণ্য কিনতে এসে অপ্রত্যাশিত পুরস্কার পেয়ে অনেক ক্রেতাই আবেগাপ্লুত হয়ে পড়েন। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে ক্যাশ ভাউচার পাওয়ার সুযোগ। এর আওতায় প্রতিদিন ২০ লাখ টাকা বা এর কমবেশি পর্যন্ত নিশ্চিত ক্যাশ ভাউচার দেওয়া হবে। তিন মাসে ক্রেতারা পাবেন ১৫ কোটি থেকে ২০ কোটি টাকার ক্যাশ ভাউচার।




রাইজিংবিডি/টাঙ্গাইল/২৭ নভেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়