ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

অফার দেখে ফ্রিজ কিনে লাখ টাকা পেলেন বাবুল

অগাস্টিন সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অফার দেখে ফ্রিজ কিনে লাখ টাকা পেলেন বাবুল

মা, স্ত্রী-সন্তান ও আত্মীয়দের নিয়ে লাখ টাকার ক্যাশ ভাউচারে কেনা পণ্যসহ নাসা এন্টারপ্রাইজে বাবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : বাবুল হোসেন। পেশায় কাঁচামাল ব্যবসায়ী। ঘরে টিভি-ফ্রিজ কিছুই নাই। অন্তত একটি ফ্রিজ না হলে চলছিল না তার। ঠিক করলেন ওয়ালটন ফ্রিজ কিনবেন। তবে দু-এক মাস পর। কিন্তু এরই মধ্যে দেখলেন ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন চলছে। পণ্য কিনে সুযোগ আছে লাখ টাকা পর্যন্ত পাওয়ার। আর দেরি করলেন না বাবুল। টাকা জোগাড় করে কিনে ফেললেন ওয়ালটন ফ্রিজ। আর সেই ফ্রিজে সত্যিই মিলে গেল লাখ টাকার ক্যাশ ভাউচার।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সৈয়দ গ্রামের বাসিন্দা বাবুল। বাবা-মা, স্ত্রী আর এক মেয়ে নিয়ে তার সংসার। কাঁচামালের ব্যবসায় ভালো ভাবেই সংসার চলে যায়। কিন্তু ঘরে টিভি-ফ্রিজসহ কোনো ইলেকট্রনিক্স পণ্য ছিল না। এ নিয়ে তার স্ত্রীর খানিকটা দুঃখও ছিল। এক সাথে টিভি-ফ্রিজ কেনা সম্ভব নয়। তাই আপাতত ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন বাবুল।

রাইজিংবিডিকে তিনি বলেন, ‘কাঁচামালের ব্যবসা করায় বিভিন্ন জায়গায় যাই। ফ্রিজের বিষয়ে জিজ্ঞাস করলে আত্মীয়-স্বজন ও পরিচিতিজন ওয়ালটন ফ্রিজের কথা বলে। তাদের ফ্রিজের দাম কম কিন্তু ভালো সার্ভিস দেয়। তাই আমিও ঠিক করি ওয়ালটন ফ্রিজ কিনবো।’

বাবুল জানান, তিনি হয়তো আরো দুই-এক মাস পর ফ্রিজ কিনতেন। কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ালটনের কোটি টাকার অফারের ব্যানার ও পোস্টার দেখে এবং মাইকিং শুনে এই অফার থাকতে থাকতেই ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ‘ভাবলাম এখনই ফ্রিজ কিনে ফেলি। ভাগ্যটাও যাচাই হবে। কিছু পেলে ভালো। না পেলেও ক্ষতি নাই। অন্তত নিজেকে সান্ত্বনা তো দেওয়া যাবে।’

বাবুল জানান, সিদ্ধান্ত অনুযায়ী গত ৮ ডিসেম্বর ময়মংসিংহ সদরের চূড়খাই পাঁচরাস্তার মোড়ের নাসা এন্টারপ্রাইজে যান। সেখান থেকে পছন্দ করে ২২ হাজার ৯০০ টাকা দিয়ে ১১ সিএফটির একটি ফ্রিজ কেনেন। শোরুমের বিক্রয়কর্মীরা তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে দেন। কিছুক্ষণের মধ্যেই লাখ টাকার ক্যাশ ভাউচারের মেসেজ চলে আসে তার মোবাইলে। প্রত্যাশার সাথে প্রাপ্তি মিলে যাওয়ায় অভিভূত হয়ে পড়েন বাবুল।

ক্যাশ ভাউচারের ডামি চেক হাতে বাবুল হোসেন, তার স্ত্রী এবং মা

তিনি বলেন, ‘ব্যাপারটা আমার কাছে অবিশ্বাস্য মনে হইছে। ভাবছিলাম পুরস্কার লাগতেও পারে। সেইজন্যই আগে আগে ফ্রিজ কেনা। আর সত্যিই ফ্রিজ কিনে আমি লাখ টাকা পেলাম। তখন খুব খুশি হয়েছি।’

বাবুল জানান, লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ায় সবচেয়ে বেশি খুশি হয়েছেন তার স্ত্রী। কারণ হিসেবে তিনি বলেন, ‘সে টিভি-ফ্রিজ দুটাই চেয়েছিল। কিন্তু আমাদের অত ভালো অবস্থা নাই যে একসাথে দুইটাই কিনবো। তাকে যখন বললাম ফ্রিজ কিনে লাখ টাকা পাইছি। এই টাকায় ওয়ালটনের যেকোনো জিনিস কিনতে পারবো। তখনই সে টিভির কথা বলে।’

তিনি জানান, স্ত্রীর চাহিদামতো ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন ছাড়াও আরো ৩টি ফ্রিজ, ২টি ইন্ডাকশন কুকারসহ বেশকিছু পণ্য নিয়েছেন। তিনটি ফ্রিজ কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘একটা দিয়েছি আমার বোনকে। একটা ছোট ভাইকে। আরেকটা চাচাতো ভাইকে।’

ওয়ালটন সম্পর্কে তিনি বলেন, ‘তারা দেশি কোম্পানি। তাদের জিনিস ভালো। দামেও সাশ্রয়ী। কোনো সমস্যা হলে খুব দ্রুত সার্ভিস দিয়ে যায়।’

ওয়ালটন সূত্রে জানা গেছে, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশনের এই কার্যক্রম চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এই ক্যাম্পেইনে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়