ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৩ হাজারের ওয়ালটন টিভিতে ঘরভর্তি পণ্য পেলেন পলাশ

আজিজুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪২, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৩ হাজারের ওয়ালটন টিভিতে ঘরভর্তি পণ্য পেলেন পলাশ

মুখে হাসি। হাতে বিজয়চিহ্ন। এক এলইডি টিভিতে পেলেন ঘরভর্তি পণ্য। তাই দারুণ খুশি পলাশ

নিজস্ব প্রতিবেদক : পলাশ চন্দ্র ধর। পরিবারের ছোট ছেলে। সেই ছোট ছেলের কাঁধেই সংসারের দায়িত্ব। কাজ করেন একটি ওষুধের দোকানে। বাড়ির সবার অনেক দিনের ইচ্ছে একটি এলইডি টেলিভিশন কেনার। কিন্তু অর্থ সংকটে এতদিন তা সম্ভব হয়নি। অবশেষে কিছু টাকা জমিয়ে ওয়ালটনের একটি এলইডি টেলিভিশন কেনেন পলাশ। তার তাতেই পেয়ে যান লাখ টাকার ক্যাশ ভাউচার। যার ফলে ফ্রিজসহ অন্যান্য পণ্যে এখন তাদের ঘর ভরে গেছে।

পলাশ চন্দ্র ধরের সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবা-মা, বড় এক ভাই এবং এক বোনকে নিয়ে তার পরিবার। বড় ভাই এবং বোন পড়াশুনা করছেন। মাত্র অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে তিনি কাজ নিয়েছেন চরপাড়ায় একটি ওষুধের দোকানে। তার স্বল্প আয়েই সংসার চলে।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাড়িতে ওয়ালটনের একটি সিআরটি টিভি আছে। তবে সেটার পর্দা ছোট। তাছাড়া বর্তমানে এলইডি টিভির চল সব জায়গায়। তাই অনেক দিনের ইচ্ছে একটি এলইডি টেলিভিশন কিনবো। কিন্তু আর্থিক সংকটে এতদিন তা সম্ভব হয়নি। অবশেষে কিছু টাকা জমিয়ে একটি এলইডি টিভি কেনার সিদ্ধান্ত নিই। এক্ষেত্রে ওয়ালটনই বেস্ট বলে আমাদের মনে হয়।’

পলাশ জানান, তার বোনের প্রবল ইচ্ছায় গত শনিবার ধোপাখোলা ওয়ালটন প্লাজায় যান। সেখান থেকে ১৩ হাজার ৪০০ টাকা দিয়ে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন কেনেন। এরপর নিয়ম অনুযায়ী তার নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেন। ওইদিন রাতেই ওয়ালটন থেকে একটি এসএমএস আসে। যাতে বলা হয় তিনি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন। অপ্রত্যাশিত এই খবরে অভিভূত হয়ে পড়েন পলাশ এবং তার পরিবার।

তিনি বলেন, ‘ওয়ালটনের এই অফার সম্পর্কে আগে থেকে জানতাম না। শোরুমে গিয়েই জানতে পারি তাদের ডিজিটাল ক্যাম্পেইন চলছে। সর্বনিম্ন ১০ হাজার টাকার ওয়ালটন পণ্য কিনলে ২০০ টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত পেতে পারি। এটা জেনে আমার আগ্রহ আরো বেড়ে যায়।’

পলাশ বলেন, ‘আমার মোবাইলে মেসেজ দেখেও ঠিক বিশ্বাস করতে পারিনি। এটা কিভাবে সম্ভব! আনন্দের সঙ্গে সন্দেহও হয়। মেসেজটা ভুয়া না তো। কিন্তু রোববার সকালে ওয়ালটনের শোরুম থেকে ফোন করে লাখ টাকার পুরস্কার প্রাপ্তির খবর নিশ্চিত করা হয়। শোনা মাত্রই আমি খুশিতে ভাসতে থাকি। সবচেয়ে বেশি খুশি হয়েছেন আমার পিতা-মাতা এবং বোন। এরপর দ্রুত চলে যাই ওয়ালটন শোরুমে।’

ওয়ালটন টেলিভিশন কেনার ব্যাপারে তিনি বলেন, ‘এর আগে ওয়ালটনের যে সিআরটি টেলিভিশন কিনেছিলাম, সেটি ভালো সার্ভিস দিচ্ছে। তাদের পণ্যের মান ভালো। দামও কম। যে কারণে এলইডি টিভি কেনার সময় আর দ্বিতীয় চিন্তা করি নাই।’

 

পলাশ চন্দ্র ধরের হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্য তুলে দেওয়া হচ্ছে


লাখ টাকা দিয়ে কি কিনলেন জানতে চাইলে তিনি বলেন, ‘ঘরে কোনো ফ্রিজ ছিল না। লাখ টাকার ক্যাশ ভাউচার পাওয়ায় প্রথমেই একটা ফ্রিজ কেনার কথা ভেবেছি। সে অনুযায়ী একটা বড় ফ্রিজ, স্মার্টফোন, ওভেন, রাইসকুকার, প্রেসার কুকারসহ ঘরের প্রয়োজনীয় অনেক জিনিস কিনেছি। আমাদের ঘর এখন ওয়ালটন পণ্যে ভরপুর।’

ওয়ালটনের ধোপাখোলা প্লাজা ম্যানেজার শাহনাজ পারভীন জানান, গত সোমবার পলাশ চন্দ্র ধরকে লাখ টাকার ক্যাশ ভাউচার এবং অন্যান্য সব পণ্য বুঝিয়ে দেওয়া হয়েছে। পরে তাকে ফুলের মালা পড়িয়ে পিকআপে করে ব্যান্ড পার্টি সহযোগে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকা ঘোরা হয়। যা এলাকায় ব্যাপক সাড়া ফেলে।

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা  এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিষ্ট্রেশন করে সর্বনিন্ম ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়