ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘ওয়ালটনের প্রতি আস্থা আরো পাকাপোক্ত হলো’

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ওয়ালটনের প্রতি আস্থা আরো পাকাপোক্ত হলো’

মো. ইমদাদুল হকের বড় ভাই মো. আবু বকর সিদ্দিকীর হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্য তুলে দেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : ‘পরিবারের প্রয়োজনে ফ্রিজ কিনেই এত বড় পুরস্কার পেলাম। এর থেকে ভালো খবর আমার জীবনে আর কখনো আসেনি। ওয়ালটনের প্রতি আগে থেকেই আস্থা ছিল। শুধু বিজ্ঞাপনে নয়, বাস্তবেই লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে ওয়ালটন সে আস্থার প্রতিদান দিল। এতে ওয়ালটনের প্রতি আমাদের ভালোবাসা ও আস্থার জায়গাটি আরো পাকাপোক্ত হলো।’

ওপরের কথাগুলো মো. ইমদাদুল হকের। গত ১০ ডিসেম্বর গাজীপুরের জয়দেবপুরের জাহিন ট্রেডার্স থেকে পরিবারের জন্য ফ্রিজ কিনে ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পান ইমদাদুল হক। যা দিয়ে ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিনসহ প্রয়োজনীয় পণ্য কিনেছেন। তাদের ঘরভর্তি এখন ওয়ালটন পণ্য।

মো. ইমদাদুল হক জানান, তার বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার বিলাশপুরে। দুই ভাই এবং ছয় বোন তার। বড় ভাই এলকায় ছোটখাটো ব্যবসা করেন। তিনি তিন বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। বর্তমানে তার কর্মস্থল বান্দরবান।

তিনি বলেন, ‘বাবা-মা, বড় ভাই-ভাবি, তার ছেলে-মেয়ে ও বোনদের নিয়ে যৌথ পরিবার আমাদের। বড় পরিবারের জন্য একটি ফ্রিজ খুবই দরকার ছিল। এক বছর ধরে কিনব কিনব করে এখনো পর্যন্ত কেনা হয়নি। তবে এবার আর অপেক্ষা নয়। ফ্রিজ কেনা হবে এটা ফাইনাল। কিন্তু কোন কোম্পানির ফ্রিজ কেনা হবে, বা কত সাইজের তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছিলেন না বড় ভাই। তাই বিষয়টি জানার জন্য আমাকে ফোন করেন। কোনো প্রকার হেজিটেশন ছাড়াই ওয়ালটন ফ্রিজ কেনার জন্য ভাইকে বলি। তিনিও কোনো প্রশ্ন ছাড়াই আমার মতামতে গুরুত্ব দিয়ে ওয়ালটনের ফ্রিজ কেনার সিদ্ধান্ত নেন।’

ইমদাদুল হক জানান, সিদ্ধান্ত অনুযায়ী গত ১০ ডিসেম্বর জয়দেবপুরে ওয়ালটনের শোরুম জাহিন ট্রেডার্সে যান তার বড় ভাই। দেখে-শুনে ২৫ হাজার ৩৫০ টাকা দিয়ে সাড়ে ১২ সিএফটির একটি ফ্রিজ কেনেন। পরে তার (ইমদাদুল হক) মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ক্রয়কৃত ফ্রিজ নিয়ে বাড়ি যান।

তিনি বলেন, ‘কিছুক্ষণের মধ্যে আমার মোবাইলে ১ লাখ টাকার ক্যাশ ভাউচারের একটি এসএমএস আসে। একটু পরেই ওই শোরুম থেকে আমাকে ফোন করে জানতে চাওয়া হয় কোনো মেসেজ এসেছে কি না? আমি হ্যাঁ বললে ওনারা বিষয়টি নিশ্চিত করেন। এদিকে আমার পরিবারের কেউ বিষয়টি জানত না। আমিই ফোন করে বড় ভাইকে শোরুমের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলি। লাখ টাকা পাওয়ার কথা শুনে বাড়ির সবাই খুবই খুশি হয়।’

ওয়ালটন সম্পর্কে তিনি বলেন, ‘সেনাবাহিনীতে চাকরি করলেও সব বিষয়ে খবর রাখার চেষ্টা করি। আমার জানা মতে, বর্তমানে দেশের বেশিরভাগ মানুষ ওয়ালটন ফ্রিজ ব্যবহার করে। আমি যে ফোন দিয়ে কথা বলছি সেটাও ওয়ালটনের প্রিমো সিরিজের। তাছাড়া, সাশ্রয়ী দাম কিংবা পণ্যের মান সব দিক দিয়ে অন্যান্য কোম্পানির চেয়ে ওয়ালটন অনেক এগিয়ে।’

এদিকে জাহিন ট্রেডার্সের স্বত্বাধিকারী জাহাঙ্গীর কবীর টিপু জানান, লাখ টাকার ক্যাশ ভাউচার দিয়ে দিয়ে ইমদাদুল হকের বড় ভাই মো. আবু বকর সিদ্দিকী ল্যাপটপ, স্মার্ট এলইডি টিভি, ওয়াশিং মেশিন, ওভেনসহ মোট সাতটি আইটেমের পণ্য নিয়েছেন।

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়