ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘চাচাকে ওয়ালটন টিভি দিয়ে নিজেই পেলাম লাখ টাকা’

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১১, ২৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘চাচাকে ওয়ালটন টিভি দিয়ে নিজেই পেলাম লাখ টাকা’

মো. মামুনের হাতে লাখ টাকার ক্যাশ ভাউচারে কেনা ওয়ালটন মোটরসাইকেল তুলে দেওয়া হচ্ছে

জাকির হুসাইন : ‘আমার ছোট আব্বুকে (চাচা) একটি টিভি উপহার দিতে চেয়েছিলাম। একথা জানতে পেরে তিনি কোনো বিদেশি কোম্পানির টিভি কেনার কথা বলেন। কিন্তু আমি দেশকে ভালোবাসি। দেশীয় পণ্যকেও ভালোবাসি। তাই দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের টিভি কিনি। কী ভাগ্য আমার! মাত্র ১৩ হাজার ৮০০ টাকায় টিভি কিনে পেয়েছি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার।’

চট্টগ্রামের লোহাগড়া উপজেলার রাজঘাটার বাসিন্দা তিনি মো. মামুন এ বলেন। চার ভাই ও এক বোনের মধ্যে চতুর্থ। এখনো বিয়ে করেননি। যৌথ পরিবারে থাকেন। স্থানীয় বাজারে একটি জুতার দোকানে চাকরি করেন তিনি।

মামুন বলেন, ‘আমার ছোট আব্বু আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলা থেকেই আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছেন। আমি এখন বড় হয়েছি। চাকরিও করছি। ঋণ শোধের পালা এসেছে। সিদ্ধান্ত নিলাম তাকে একটি টিভি কিনে দেব।’

তিনি বলেন, ‘আমাদের বাসায় ২৮ ইঞ্চির একটি ওয়ালটন এলইডি টিভি আছে। পিকচার কোয়ালিটি ভালো। সাউন্ডও বেশি। সব মিলে ভালো সার্ভিস দিচ্ছে। তাই ভাবলাম ছোট আব্বুকেও কম দামের মধ্যে একটি টিভি কিনে দিই। এ কথা তিনি জানতে পেরে খুব খুশি হয়েছিলেন। একই সঙ্গে তিনি আমাকে বিদেশি কোনো কোম্পানির টিভি কেনার ব্যাপারে মত দেন।’

মামুন বলেন, ‘কিন্তু কী টিভি কিনব, তা আগে থেকেই আমার মনে মনে ঠিক করা রয়েছে। এখন শুধু কেনার পালা। আমার কর্মস্থল চট্টগ্রাম শহরে। সেখান থেকে ওয়ালটনের কয়েকটি শোরুমে গিয়ে টিভি দেখলেও কিনিনি। কারণ আমাদের লোহাগড়ার শোরুম থেকে কিনব। তাই গত ১৪ ডিসেম্বর লোহাগড়ার ওয়ালটন প্লাজায় যাই। অনেক যাচাই-বাছাই করে ১৩ হাজার ৮০০ টাকা দিয়ে ২৪ ইঞ্চির একটি এলইডি টিভি কিনি। এর পর নিয়ম অনুযায়ী মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করি।’

মামুন জানান, ওয়ালটন পণ্য ক্রয়ে ক্যাশ ভাউচার পাওয়ার কথা তিনি আগে থেকেই জানতেন। অনেকেই ওয়ালটন টিভি-ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন, গত দুই মাস ধরে এমন কথা বেশ কয়েকজনের কাছে শুনেছেন। বিজ্ঞাপনও দেখেছেন। তাই নিজের ভাগ্যটাকে যাচাই করার জন্য তার আগ্রহ আরো বাড়ে।

মামুন বলেন, ‘কী সৌভাগ্য আমার! টিভি কেনার পর সত্যি সত্যি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাই। ওয়ালটনের এই উপহার আমার জীবনের সব চেয়ে বড় উপহার। আল্লাহ আমার ভাগ্যে এমন উপহার রেখেছিলেন বলেই আমি তা পেয়েছি। আমার সকল আত্মীয় স্বজনও খুশি। তবে বেশি খুশি আমার ছোট আব্বু, যার জন্য টিভিটি কিনেছি।’

ক্যাশ ভাউচারের টাকা দিয়ে কী কী পণ্য নিয়েছেন তা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন ছিল একটি মোটরসাইকেলের। তাই দ্বিতীয় চিন্তা না করেই লাখ টাকার এ পুরস্কার দিয়ে একটি ওয়ালটন মোটরসাইকেল নিয়েছি।’

ওয়ালটন টিভি কেনার বিষয়ে তিনি বলেন, ‘এক সময় আমরা যে সব পণ্য বিদেশ থেকে কিনতাম, এখন সেসব পণ্য বিদেশিদের কাছেই বিক্রি করছে ওয়ালটন। টিভি, ফ্রিজ, এসি, মোবাইল ও মোটরসাইকেলের মতো ভারি ও দামি পণ্য আমাদের দেশেই তৈরি হচ্ছে। তাই আর বিদেশি নয়, দেশে উৎপাদিত পণ্যই ব্যবহার করব বলে সিদ্ধান্ত নিই। তা ছাড়া আমি দেশকে ভালোবাসি। দেশের উন্নতি মানে তো আমারও উন্নতি।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।




রাইজিংবিডি/ঢাকা/২৪ ডিসেম্বর ২০১৭/অগাস্টিন সুজন/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়