ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আত্মহত্যা করতে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা!

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ২৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আত্মহত্যা করতে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা!

আন্তর্জাতিক ডেস্ক : বার্লিনে জার্মানির স্যোশাল ডেমোক্র্যাটিক পার্টির (এসপিডি) সদর দপ্তরের ফটকে গাড়ি নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তি আহত হয়েছে। তবে হামলাকারী পুলিশকে জানিয়েছে, আত্মহত্যা করতেই সে এ কাণ্ড ঘটিয়েছে।

পুলিশ জানিয়েছে, উইলি ব্রান্ডিট হাউজ নামে এসপিডির সদর দপ্তরের ফটকে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার পর ফটকের প্রথম ধাপের গ্লাসগুলো ভেঙ্গে যায়।

আত্মহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় ব্যক্তির নাম-পরিচয় প্রকাশে সীমাবদ্ধতায় থাকায় এসপিডির পক্ষ থেকে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ওই ব্যক্তির বয়স ৫৮ বছর।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তি আত্মহত্যা চেষ্টার যে দাবি করেছে তার বিরুদ্ধে সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায়নি। একে হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আগামী চার বছরের জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের রক্ষণশীল দলের সঙ্গে জোট বাঁধতে আলোচনা চালিয়ে যাচ্ছে এসপিডি। ওই ব্যক্তি আত্মহত্যা চেষ্টার জন্য এসপিডির দপ্তরকে কেন বেছে নিলো তা পরিষ্কার নয়।



রাইজিংবিডি/ঢাকা/২৫ ডিসেম্বর ২০১৭/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়