ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিজের সাফল্যে সন্তুষ্টি তামিমের, দলগত সাফল্যে আক্ষেপ

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৩১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিজের সাফল্যে সন্তুষ্টি তামিমের, দলগত সাফল্যে আক্ষেপ

ক্রীড়া প্রতিবেদক : ২০১০ সাল তামিম ইকবালের দারুণ কেটেছিল। তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচে ৩৯ ইনিংসে ১৬৪৬ রান করেছিলেন তামিম যা এখনও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে সর্বোচ্চ। ৪ সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছিলেন ১১ হাফ সেঞ্চুরি যা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যেও সর্বোচ্চ।

তার দুই বছর আগে ২০০৮ সালে ১ সেঞ্চুরি ও ৭ হাফ সেঞ্চুরি সহ ৩৭ ম্যাচে ৪৪ ইনিংসে তামিমের রান ১২৪৯। এবার করলেন তার থেকে ১৮ রান কম। কিন্তু পারফরম্যান্স হিসেবে এবারের রান অন্য সববারের থেকে বেশি গুরুত্বপূর্ণ। ২৪ ম্যাচে ৩১ ইনিংসে ৪১.৩৩ গড়ে ১২৩১ রান করেছেন বাঁহাতি ওপেনার। ২টি সেঞ্চুরির সাথে রয়েছে ৯টি হাফ সেঞ্চুরি।

 



মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৬২, সাকিব আল হাসান তৃতীয় সর্বোচ্চ ১২১৫ রান। নিজের সাফল্য তামিম নিজে সন্তুষ্ট। তবে ভালো করার আরও সুযোগ দেখছেন এ ওপেনার। বছরের শেষ দিনে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে তামিম বলেন, ‘২০১৭ সালটা আমার জন্য ভালো ছিলো। বিশেষ করে ওয়ানডেতে। চেষ্টা থাকবে এটাকে আরো দীর্ঘ করার। সামনের সিরিজগুলোতেও একই মানসকিতা ও আত্মনিবেদন নিয়ে চেষ্টা করবো আরো ভালো করতে।’

আর পুরো দলের পারফরম্যান্স নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে তার, ‘গত বছর (২০১৬) আমাদের সফলতা একটু ছিল। তবে আরো ভালো করতে পারতাম। শ্রীলঙ্কায় আমরা সিরিজ ড্র করেছি। ওইটা জিততেও পারতাম। ছোট ছোট ভুল ছিলো, ভালো কিছু ফলাফল ছিলো। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানো, ত্রিদেশীয় সিরিজেও (আয়ারল্যান্ডে) নিউজিল্যান্ডকে হারানো। শ্রীলঙ্কা সফরটা সব মিলিয়ে ভালো ছিল। ইতিবাচক ছিল।’

 



নতুন বছরের প্রারম্ভে ভক্ত ও সমর্থকদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন তামিম আর দোয়া চেয়েছেন আগামীর পথ চলার, ‘নতুন বছরে আমরা গত বছরের চেয়ে ভালো ক্রিকেট খেলার আশা ও প্রত্যাশা থাকবে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন বছরে আরো সফল হই এবং বাংলাদেশকে যাতে আরো বেশি ম্যাচ জেতাতে পারি।’



রাইজিংবিডি/ঢাকা/৩১ ডিসেম্বর ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়