ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আমার ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ওয়ালটন’

জাকির হুসাইন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৯, ২ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আমার ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ওয়ালটন’

জীবনে প্রথম কোনো পুরস্কার পাওয়া। ওয়ালটনের লাখ টাকার ক্যাশ ভাউচার পেয়ে মহাখুশি মো. শাহিন

নিজস্ব প্রতিবেদক : ‘ছোটবেলা থেকেই পুরস্কার পাওয়ার খুব শখ। কোথাও কোনো লটারির খবর পেলে আগের মতো এখনো ছুটে যাই। কিন্তু এখন পর্যন্ত একটা পুরস্কারও পাইনি। আমার কপালে যেন কুফা লেগেই ছিল। তবে আমিও নাছোড়বান্দা। অবশেষে আমার ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে ওয়ালটন। কোনো লটারি নয়, ওয়ালটন পণ্য কিনে দেখা পেয়েছি সৌভাগ্যের। তাও ছোট কোনো পুরস্কার নয়। পেয়েছি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার।’

কথাগুলো রাজধানীর আদাবরের ব্যবসায়ী মো. শাহিনের। গত ২৪ ডিসেম্বর মোহাম্মদপুরের সুমাইয়া এন্টারপ্রাইজ থেকে ডিপ ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পান তিনি।

মো. শাহীনের সঙ্গে কথা বলে জানা গেছে, তার বাড়ি লৌহজং থানায়। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি মেজো। ব্যবসার কারণে ২৫ বছর ধরে ঢাকায় থাকেন। রাজধানীর আদাবরে একটি বুটিক ও গ্রিলের দোকানের মালিক তিনি। স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে তার ছোট পরিবার।

মো. শাহিন বলেন, ‘আমার বয়স কত হবে ঠিক বলতে পারব না। তবে ৪০ প্লাস-মাইনাস হবে। জীবনের পথ পরিক্রমায় কোনোদিন একটি উপহার বা পুরস্কার পাইনি। অথচ সেই ছোটবেলা থেকেই লটারি ধরেছি। কখনো হাসপাতালের, কখনো ব্যাংকের, কখনো প্রাইজবন্ডের আবার কখনো রেড ক্রিসেন্টের বড় বড় অংকের লটারি ধরেছি। লাভ হয়নি, বরাবরই ব্যর্থ হয়েছি। তবে ‘‘পরাজয়ে ডরে না বীর’’ এ প্রবাদে বিশ্বাস করে পুরস্কার পাওয়ার আশায় এখনো চেষ্টা অব্যাহত রেখেছি।’

তিনি আরো বলেন, ‘সম্প্রতি ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় লাখ টাকা পাওয়ার এই অফারের কথা জানতে পারি। টিভি ও পেপারে বিজ্ঞাপন এবং সংবাদ দেখেছি। তখন থেকেই বিষয়টি নিয়ে ভাবতে থাকি? ওয়ালটন কোম্পানির অনেক পণ্য আমার বাসায় আছে। তখন কেনার সময় এরকম কোনো অফার ছিল না। শোরুমে খোঁজ নিয়ে জানতে পারি, এ অফারটি এবারই নতুন। সর্বনিম্ন ১০ হাজার টাকার পণ্য কিনলেই এ অফারে অংশ নেওয়া যাবে।’


মো. শাহিনের হাতে লাখ টাকার ক্যাশ ভাউচার ও অন্যান্য পণ্য তুলে দেওয়া হয়


মো. শাহিন বলেন, ‘ওয়ালটনের মাধ্যমে ভাগ্য যাচাই করব, এটা শতভাগ ফাইনাল। কিন্তু বাসায় তো সবই আছে। নতুন কী কিনব? স্ত্রীর কাছে জানতে চাইলে সে একটি ডিপ ফ্রিজ কেনার কথা বলে। তার কথামতো গত ২৪ ডিসেম্বর সুমাইয়া এন্টারপ্রাইজে যাই। অনেক যাচাই-বাছাই করে ১৮ হাজার ৩৬০ টাকা দিয়ে মাঝারি সাইজের ডিপ ফ্রিজটি কিনি। এরপর নিয়ম অনুযায়ী মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করি। কিছুক্ষণের মধ্যে একটা মেসেজ আসে আমার মোবাইলে। সেটা ওপেন করি দেখি ১ লাখ টাকার ক্যাশ ভাউচার।’

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘পুরস্কার পাওয়ার সংবাদ শুনে আমার তখন কেমন লেগেছিল তা বলে বোঝাতে পারব না। তবে এতটুকু বলতে পারি, এই খবর আমার জীবনে সেরা খবর। প্রতিবার ব্যর্থ হলেও এবার সফল হয়েছি। ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটেছে ওয়ালটন কোম্পানির সুবাদে। কি ভাগ্য আমার! আমার সব আত্মীয়-স্বজন দারুণ খুশি। বেশি খুশি আমার ছেলে।’

ক্যাশ ভাউচারের টাকা দিয়ে কী কী কিনেছেন, তা জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনের প্রথম পুরস্কার এটা। এ পুরস্কার দিয়ে আমি অনেককে উপহার দিতে চাই। তাই চারটি ফ্রিজ কিনেছি। এর মধ্যে আমার দুই বোনকে দুইটা, শ্যালিকাকে একটা এবং ভাইকে একটা ফ্রিজ দিয়েছি। এছাড়া নিজেদের ব্যবহারের জন্য স্ত্রীর সঙ্গে পরামর্শ করে রুটি মেকার, সালাদ মেকার, ইন্ডাকশন কুকারসহ আরো কিছু পণ্য নিয়েছি।’

ওয়ালটন পণ্যের দাম, মান ও গুণাগুণ সম্পর্কে তিনি বলেন, ‘ওয়ালটন পণ্য খুবই ভালো। অনেক দিন ধরে ব্যবহার করছি। কোনো সমস্যা হয়নি। বিশেষ করে ফ্রিজের সার্ভিস খুব ভালো। তাছাড়া, এটা আমাদের দেশীয় পণ্য। আমার পরিচিত অনেকেই ওয়ালটনের জিনিস ব্যবহার করে। তাদের সবাই ওয়ালটন পণ্য ভালো বলে জানিয়েছে।’

ওয়ালটনের কোটি টাকার অফার সম্পর্কে তিনি বলেন, ‘ওয়ালটনের এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। কারণ, এ অফারের জন্যই আমার ৪০ বছরের অপেক্ষার অবসান হয়েছে। আমার মতো আরো অনেকেরই ভাগ্য বদলে যাচ্ছে। কর্তৃপক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, ক্রেতাদের দোরগোড়ায় অনলাইনে দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করতে প্রতিদিন দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ১০ হাজার টাকা বা তার বেশি মূল্যের পণ্য কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে সর্বনিম্ন ২০০ থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। ক্যাশ ভাউচার পাওয়ার এই সুযোগ থাকবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।



রাইজিংবিডি/ঢাকা/২ জানুয়ারি ২০১৮/অগাস্টিন সুজন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়