ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণের আদেশ বহাল

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণের আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক : এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের আদেশ আপাতত বহাল রেখেছেন চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি শুনানির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ১১ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন।

আদালতে এনআরবি ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। দেওয়ান মুজিবুর রহমানের পক্ষে শুনানি করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তাকে সহযোগিতা করেন আইনজীবী হামিদা চৌধুরী।

এর আগে গত ৭ ডিসেম্বর এনআরবি কমার্শিয়াল ব্যাংকের (এনআরবিসিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংকের জারিকৃত আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে ওই আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের  বেঞ্চ  এই আদেশ দেন।

গত ৫ ডিসেম্বর ব্যাংক কোম্পানি আইনের ৪৬(১) ধারার ক্ষমতাবলে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডি দেওয়ান মজিবুর রহমানকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। এই অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।  



রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/মেহেদী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়