ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নিষেধাজ্ঞায় কাজ না হলে ‘ফেইজ টু’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিষেধাজ্ঞায় কাজ না হলে ‘ফেইজ টু’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বন্ধে নতুন করে আরোপ করা নিষেধাজ্ঞায় কাজ না হলে ‘ফেইজ টু’-র পথে হাঁটার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার উত্তর কোরিয়ার উদ্দেশে এ হঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

ট্রাম্প বলেছেন, পিয়ংইয়ংকে নিষেধাজ্ঞায়ও দমন না করা গেলে ওয়াশিংটন ‘ফেইজ টু’-র পথে হাঁটবে, যা ‘বিশ্বের জন্য অনেক বেশি দুর্ভাগ্যজনক হবে।’

শুক্রবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে উত্তর কোরিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি, ২৭ প্রতিষ্ঠান ও ২৮জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করা হয়। জাতিসংঘের অন্য এক নিষেধাজ্ঞার আওতায় বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও কালো তালিকায় রাখার প্রস্তাব করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট। এর‘লক্ষ্য হচ্ছে- উত্তর কোরিয়ার তেল ও কয়লা বিক্রির অবৈধ চোরাচালানি বন্ধ করা।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে এমন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন শুরু করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের দাবি, নিজেদের স্বার্বভৌমত্ব রক্ষা করতেই তারা এটি করছে। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা অবশ্য এটি মানতে নারাজ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তরের শীর্ষ নেতা কিম জং উনের মধ্যে তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।

শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘নিষেধাজ্ঞা কাজ না করলে আমরা ফেইজ টু-তে যাব। এটি খুবই রূঢ় হতে পারে, এটি হতে পারে বিশ্বের জন্য অনেক বেশি দুর্ভাগ্যজনক। তবে আশা করি নিষেধাজ্ঞায় কাজ হবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৪ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়