ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাথায় বিষ্টা ঢেলে অপদস্থের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ১৪ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাথায় বিষ্টা ঢেলে অপদস্থের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু হানিফার (৫৫) মাথায় বিষ্টা ঢেলে অপদস্থ করার ঘটনায় তিনজন গ্রেপ্তার হয়েছে। 

ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে এক প্রার্থীর পক্ষাবলম্বনের জের ধরে গত শুক্রবার ফজরের নামাজের পর আবু হানিফা মসজিদ থেকে বের হলে তার মাথায় বিষ্টা-অবর্জনা ঢেলে দেয় পরাজিত প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খন্দকার ও তার সহযোগীরা। এরপর তারা উল্লাস করে। সেই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

এ ঘটনায় রোববার আবু হানিফা বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে গত ২৪ ঘণ্টায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মাওলানা আবু হানিফা প্রধান অভিযুক্ত জাহাঙ্গীর খন্দকারসহ ১২ জনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় অভিযোগ দায়েরের পর রাতেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কাঠালিয়া গ্রামের মৃত মো.  হাসেম মুসল্লীর ছেলে মিনজু (৪৫), বাকেরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নূর মোহাম্মদের ছেলে বেল্লাল (২৫) ও বাকেরগঞ্জের রাজাপুর এলাকার বাসিন্দা আ.  মজিদ সরদারের ছেলে মিরাজ হোসেন সোহাগ। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

গত ফেব্রুয়ারি মাসে কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনে মাওলানা আবু হানিফা বিজয়ী সভাপতি এইচ এম মজিবর রহমানকে সমর্থন করায় পরাজিত প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর খন্দকার ক্ষোভের বশবর্তী হয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাথায় বিষ্টা ঢেলে দেওয়ার ঘটনা মোবাইল ফোনে ভিডিও করে তারা নিজেরাই ফেসবুকে আপলোড করার পর বিষয়টি নিয়ে চারিদিকে তোলপাড় শুরু হয়।



রাইজিংবিডি/বরিশাল/১৪ মে ২০১৮/জে. খান স্বপন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়