ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঈদে বাড়তি যাত্রী পরিবহনে রেলে যুক্ত হচ্ছে ৯০ কোচ

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে বাড়তি যাত্রী পরিবহনে রেলে যুক্ত হচ্ছে ৯০ কোচ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৯০টি অতিরিক্ত কোচ। রেলওয়ে কারখানায় সংস্কার ও নতুন করে রঙ করার পর এসব কোচ রেলবহরে যুক্ত হবে আগামী সপ্তাহে।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী কারখানার তত্ত্বাবধায়ক মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে সূত্র জানায়, ঈদকে ঘিরে বিপুল সংখ্য যাত্রীর চাপ সামলাতে হয় রেলকে। বিশেষ করে ঈদের পূর্বে এক সপ্তাহে চট্টগ্রাম থেকে দৈনিক ২০ হাজারের বেশি যাত্রী ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাত্রা করে। এই বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলাতে রেলবহরে নতুন কোচ সংযোজন করা হচ্ছে। এই লক্ষ্যে রেলের চট্টগ্রাম পাহাড়তলী কারখানায় রাত-দিন কাজ চলছে পুরাতন কোচ সংস্কারে। সংস্কারের পর আগামী সপ্তাহের মধ্যেই রেলে সর্বমোট ৯০টি কোচ যুক্ত হবে। ইতিমধ্যে প্রায় ৬৪টি কোচ সংস্কার সম্পন্ন হয়েছে। এগুলো শীঘ্রই বহরে যুক্ত হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই বাকি কোচও সংস্কার সম্পন্ন হবে।

এদিকে রেলের আগাম টিকেট কিনতে এখন থেকে ভিড় বাড়তে শুরু করেছে চট্টগ্রাম রেলওয়ে স্টশনে। নিয়ম মেনে চাহিদা অনুযায়ী যাত্রীদের টিকেট দেওয়া হচ্ছে বলে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন।



রাইজিংবিডি/চট্টগ্রাম/৩ জুন ২০১৮/রেজাউল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়