ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাগেরহাটে ৫০ নারীকে সেলাই মেশিন ও নতুন পোশাক প্রদান

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ৩ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে ৫০ নারীকে সেলাই মেশিন ও নতুন পোশাক প্রদান

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে দর্জি প্রশিক্ষণপ্রাপ্ত অর্ধশত নারীকে সেলাই মেশিন ও নতুন পোশাক প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন প্রশিক্ষণার্থীদের হাতে সেলাই মেশিন ও নতুন পোশাক তুলে দেন।

সমাজসেবা অধিদপ্তরের ‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক কর্মসূচির আওতায় জেলার ৫০ জন নারীকে দর্জি প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান করা হয়।

বাগেরহাট সরকারি শিশু পরিবারের অডিটরিয়ামে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফার সভাপতিত্বে ৫০ দিনের দর্জি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

 

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/৩ জুন ২০১৮/আলী আকবর টুটুল/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়