ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ফ্রেঞ্চ ওপেনে জকোভিচের রেকর্ড

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৮, ৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রেঞ্চ ওপেনে জকোভিচের রেকর্ড

ক্রীড়া ডেস্ক : সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ রোঁলাগারো তথা ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

শেষ ষোলোর লড়াইয়ে স্প্যানিশ টেনিস তারকা ফার্নান্দো ভার্দাস্কোকে ৬-৩, ৬-৪ ও ৬-২ ব্যবধানে সরাসরি সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন তিনি। এ নিয়ে রেকর্ড ১২তম বারের মতো ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। উন্মুক্ত টেনিসের যুগে তার চেয়ে বেশিবার আর কেউ কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি। ১২টি গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান এই টেনিস তারকা এ নিয়ে মোট ৪০ বার মেজর কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন।

২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন জকোভিচ।

চলতি বছরের শুরুতে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ইনজুরি থেকে সেরে উঠে কোয়ার্টার ফাইনালে আসলেন। শেষ আটে তিনি বেলজিয়ামের ডেভিড গোফিন অথবা ইতালির মার্কো সেছিনাতোর মুখোমুখি হবেন।

তৃতীয় রাউন্ডে স্পেনের ভার্দাস্কো চতুর্থ বাছাই গ্রিগর দিমিত্রভকে হারিয়ে দ্বিতীয় শেষ ষোলোতে এসেছিলেন। স্বপ্ন দেখেছিলেন জকোভিচকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। কিন্তু আট বছরের মাথায় প্রথমবারের মতো জকোভিচকে হারানোর স্বপ্নটা অবশ্য তার সত্যি হয়নি।

জকোভিচের এই জয়টি ছিল ক্লে কোর্টে তার ক্যারিয়ারে ২০০তম জয়।




রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়