ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিলেট সিটির মেয়র আরিফ

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ১১ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেট সিটির মেয়র আরিফ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি পরপর দুইবার সিলেটের মেয়র হলেন।

শনিবার অনুষ্ঠিত সিসিকের স্থগিত দুটি কেন্দ্রের নির্বাচনের ফলাফল পাওয়ার পর  সবকটি কেন্দ্র মিলিয়ে আরিফুল হক প্রতিদ্বন্দ্বী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৬১৯৬ ভোট বেশি পেয়েছেন।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনে সিসিকের ১৩৪টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে আরিফুল হক চৌধুরী পেয়েছেন ৯২ হাজার ৫৮৮ ভোট। বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯২ ভোট।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুই কেন্দ্র এবং সংরক্ষিত ৭নং ওয়ার্ডে দুইজন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় ওই ওয়ার্ডের ১৪ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরিফুল হক চৌধুরী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রের ফলাফলে বদর উদ্দিন আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন।

স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট। কামরান পেয়েছেন ১৭৩ ভোট। হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।

গত ২০১৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে প্রথমবারের মতো মেয়র হয়েছিলেন আরিফ।

সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। তিনি জানান, ১৬টি কেন্দ্রে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি, র‌্যাব, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির হাজার খানেক সদস্য মোতায়েন ছিলেন।



রাইজিংবিডি/সিলেট/১১ আগস্ট ২০১৮/নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়